মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

শেখ'স শপ - ০৫

লিখেছেন শেখ মিলন


১৩.
ভাইয়ার সাথে কথোপকথন।

- ভাইয়া, মুসলিমরা এভাবে নাস্তিক হত্যা করছে কেন? ধর্ম বাঁচাতে?
- না রে, ভাই, বীমার ব্যবসা বাঁচাতে।
- মানে?
- নাস্তিকরা যেন ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:-এ জীবনবীমা করে, সে জন্য।

১৪.
- হুজুর, বর্ষবরণ কি সত্যিই বেশরিয়তী?
- আরে ব্যাটা, বারো মাস পরের বাড়ি ফ্রি-তে মোরগ-পোলাও খাইলাম মিলাদ পড়াইয়া। আর পয়লা বৈশাকে কিনা কোনো মিলাদ হবে না! পান্তা-ইলিশ খাওয়াবে! আরে ব্যাটা, ইলিশ-পোলাও হলেও এক রকম কথা ছিলো। পান্তা! তাই দিলাম বেশরিয়তী ঘোষণা কইরা।

১৫.
ভাইয়ার সাথে কথোপকথন।

- ভাইয়া, ইসলামে জন্মদিন কেন নিষিদ্ধ?
- তুই নেপচুন দিবস পালন করিস?
- কই? না তো।
- কেন পালন করিস না?
- আমি তো জানিই না নেপচুন দিবস কবে। তো পালন করবো কীভাবে?
- এই জন্যই মোহাম্মদ কখনো জন্মদিন পালন করেনি এবং মুসলিমদেরও পালন করতে নিষেধ করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন