রবিবার, ১০ এপ্রিল, ২০১৬

আল্লার সৈনিকের ছড়া

পাঠিয়েছেন "নাম প্রকাশে অনিচ্ছুক" এবং লিখেছেন, ছড়াটি কার রচনা, তাঁর জানা নেই। নাম-না-জানা সেই ছড়াকারের প্রতি কৃতজ্ঞতা।

এক হাতে চাপাতি, আরেক হাত কেতাবে
এক কোপ নাস্তিকে, জান্নাতে কে যাবে
সুবহে সাদেকে উঠি, বুকডন সালাতে
শান দেই চাপাতিতে, পারবিনা পালাতে
চাপাতির এক কোপে করে দেই খাৎনা
আল্লায় সন্দেহ করা ভালো বাত না
কেরে তুই নাস্তিক, নাকি শালা মালাউন
ইসলামি বাংলায়, ছইলত ন ধুনফুন
মাশরেক কোপাকুপি, মাগরেবে আওরাত
মালে গণিমত হলে, গুনা নাই সাচ বাত
জান্নাতে গেলে পাবো সত্তর মেয়েলোক
ঝোপে ঝাড়ে নাস্তিক, হর রোজ কাটা হোক
আওরাত পেলে খাড়া, তরবারি মুমিনের
মুসলিমে ভরে দেবো, কোনা কোনা জমিনের
হলকুম খুলে বলো, আল্লাহু আকবার
মুমিনের কোপে হোক, নাস্তিক ছারখার
শুনে রাখ তাগুত আর বাতিলের শক্তি
কোপাকুপি, রাসূল আর আল্লাতে ভক্তি
না রাখিস যদি তুই, বলে যাই দৈনিক
ফেলে দেবে কল্লাটা, আল্লার সৈনিক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন