লিখেছেন সমকোণী বৃত্ত
১৬.
আপনাকে তিনি ভাল রাখতে পারুন আর না পারুন, আপনাকে ঠিকই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতে হবে। প্রশংসা না করলে তিনি আপনাকে আগুনেও পোড়াবেন।
তবে আপনি কিন্তু তাঁকে স্বৈরাচারী বলতে পারবেন না বা কোনো প্রকার দোষারোপও করতে পারবেন না।
কেননা, তিনি হচ্ছেন ঈশ্বর। ও হ্যাঁ, তিনি কিন্তু দয়াময়ও।
১৭.
প্রশ্ন: আত্মঘাতী বোমা হামলায় কোন ধর্মের অনুসারীরা সবচেয়ে এগিয়ে?
ক) হিন্দুধর্মের অনুসারীরা
খ) খ্রিষ্টান ধর্মের অনুসারীরা
গ) প্যাগান ধর্মের অনুসারীরা
ঘ) ____________
(প্রথম তিনটি ভার্শনে আপনার উত্তর না থাকলে তা 'ঘ'-তে উল্লেখ করুন)
১৮.
ঈশ্বর সমঅধিকারে বিশ্বাস করেন। তবে তিনি ছাগলের তিন বা ততোধিক নাম্বার বাচ্চার জন্ম দিয়ে সমঅধিকারে বিঘ্ন ঘটান। কারণ তখন সব বাচ্চা দুধপানের সমান সুযোগ পায় না।
তবে এজন্য আমি ঈশ্বরকে মোটেও দোষারোপ করি না। কেননা তিনি তো ফেরেশতাও নন বা দুধে ধোয়া তুলসীপাতাও নন। তাঁর এটুকু ভুল আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন