বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬

গরুপূজারি স্পেশাল লিংকিন পার্ক

গত কয়েক মাসে জমে ওঠা খবরের সংকলন:

১. রাষ্ট্রপতি বিধবা, তাই মন্দির ধোয়া হলো গঙ্গাজলে

২. এক নারী পূজা নিবেদন করায় দূষিত হয়ে পড়া মন্দিরে পবিত্রকরণ পূজা অনুষ্ঠান চালাতে হয়েছে।

৩. মেয়েরা মন্দিরে ঢুকলে ধর্ষণ বাড়বে! হিন্দুধর্মও নারীকে দিয়েছে সর্বোচ্চ সুরক্ষা ও মর্যাদা।

৪. নিম্নবর্ণের দলিত সম্প্রদায়ের তিন কিশোরকে নগ্ন করে প্রহার করে সেটার ভিডিও করেছে উচ্চবর্ণের হিন্দুরা।


৬. নিম্নবর্ণের ১১ বছর বয়সী ধর্ষিতা বালিকাকে গ্রামে বয়কট করা হয়েছে, কারণ সে উচ্চবর্ণের ধর্ষককে বাধা দেয়ার দুঃসাহস করেছিল।

৭. বিধবা হবার 'অপরাধে' স্কুলে রাঁধুনির চাকরি খোয়ানো মহিলাকে পুনর্বহাল করতে তাঁর রান্না করা খাবার সর্বসমক্ষে খেয়ে দেখিয়ে গ্রামবাসীকে সতর্ক করে দিয়েছেন ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট।

৮. ইয়াহু ইন্ডিয়া-র বিচারে ২০১৫ সালে ভারতের সেরা ব্যক্তিত্ব - গরু। জয় গোমাতার জয়!

৯. আইআইটি-তে ভর্তি হবার 'অপরাধে' হামলা চালানো হয়েছে ২ দলিত ছাত্রের ওপরে।


১১. শিশুদের ওপরে যৌন নির্যাতনের অভিযোগে আশ্রমের অন্যতম কর্তা স্বামী দয়ানন্দ গ্রেপ্তার।

১২. আশীর্বাদ চাইতে যাওয়া কিশোরীকে ধর্ষণ করেছে এক পুরোহিত। একেবারে পুরো হিত - সম্পূর্ণ মঙ্গল!

১৩. মুছলিম ও খ্রিষ্টানদের সংখ্যাবৃদ্ধি রোধ করতে তাদের 'স্টেরিলাইজ' করানোর দাবি জানিয়েছে হিন্দু নেতা।

১৪. আদালতের রায় উপেক্ষা করে গরুপূজারিরা মন্দিরে ঢুকতে দেয়নি নারীদের।

১৫. ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে শাহরুখ খানের গাড়িতে পাথর নিক্ষেপ

১৬. বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর মতো দলিত হয়ে উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করে মেয়ের আত্মীয়দের হাতে খুন হলেন এক ছাত্র।

১৭. গরুপূজারিদের গুরুর বক্তব্য: ২০১৩ সালে কেদারনাথে ঘটে যাওয়া ভয়াবহ দুর্যোগের কারণ - কেদারনাথে নবদম্পতিদের মধুচন্দ্রিমা এবং পিকনিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন