গত বছর এই দিনে ইছলামের মহানবীর মহান বীর অনুসারীরা কোরানের ফরজ ও নবীর সুন্নত পালন করেছে মুরতাদ অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে। আপাদমস্তক ভদ্র, নিরীহ লোকটির 'অপরাধ' ছিলো - তিনি লিখতেন কুসংস্কারের বিরুদ্ধে, অজ্ঞানতার বিরুদ্ধে, যুক্তিহীনতার বিপক্ষে, অমানুষিকতার বিরুদ্ধে। আর ইছলাম মানেই তো কুসংস্কার, অজ্ঞানতা, যুক্তিহীনতা আর অমানুষিকতারই সমষ্টি।
অনন্ত বিজয় হত্যাকাণ্ডের সুবিচার হবে এ দেশে, সে দুরাশা করি না। বৃহত্তর হেফাজতির আওয়ামী লীগ শাখা সরকার অনুসৃত মদিনা সনদের কোথাও এমন বিচারকার্যের কথা উল্লেখ থাকলে তো!
আজ তাঁকে স্মরণ করা যাক তাঁর বিভিন্ন লেখার দশটি অংশ আবার পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন