সোমবার, ৩০ মে, ২০১৬

কোরান 'অবমাননার' রকমফের

আর যে কোনও দশটা বইয়ের সঙ্গে কোরানের কোনও ইতরবিশেষ নেই। কারণ কোরান আলাদা কোনও মহিমা বহন করে না, কোরানের নেই অলৌকিক শক্তি, নেই আরোপিত পবিত্রতা, নেই কথিত ঐশী বৈশিষ্ট্য। অন্য সব বইয়ের মতোই কোরান আগুনে পোড়ে, জলে... থুক্কু, পানিতে ডোবে; কেউ কোরানের পাতা ছিঁড়লে তার যৌনকেশও ছেঁড়া পড়ে না। বস্তুত কোরান সম্পর্কে আল্যা এতোটাই উদাসীন যে, কোরানকে বিশ্রীভাবে 'অবমাননা' করলেও  নাজিল হয় না সামান্যতম ঐশী শাস্তিও।

নিচের খুদে ছবিগুলোয় একের পর এক ক্লিক করে সর্বমোট সাতটি নমুনা দেখুন। প্রক্সি ব্যবহারকারীদের জন্য সরাসরি লিংক: http://imgur.com/a/9TKfJ


এবং একটি ভিডিও। অত্যন্ত অরুচিকর, তবে সেটিও প্রমাণ করে, কোরান নেহাতই একটি গ্রন্থ মাত্র, যার 'অবমাননা' করলে কোনও ঐশী প্রতিক্রিয়া হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন