বল দেখি এ জগতে ধার্মিক কে হয়,
পরধর্মে ঘৃণা যার, ধার্মিক সে হয়।
বল দেখি এ জগতে সুখী বলি কারে,
হুর-লোভে কল্লা কাটে, সুখী বলি তারে।
বল দেখি এ জগতে বিজ্ঞ বলি কারে,
শরিয়া মেনে চলে যে, বিজ্ঞ বলি তারে।
বল দেখি এ জগতে ধীর বলি কারে,
নামাজে যে ধৈর্যশীল, ধীর বলি তারে।
বল দেখি এ জগতে মূর্খ বলি কারে,
মুসলমান নয় যে, মূর্খ বলি তারে।
বল দেখি এ জগতে সাধু বলি কারে,
টুপি-দাড়ি আছে যার, সাধু বলি তারে।
বল দেখি এ জগতে জ্ঞানী বলি কারে,
মুহম্মদকে নবী মানে, জ্ঞানী বলি তারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন