শুক্রবার, ২০ মে, ২০১৬

মুসলিম জাতি

সত্যেন্দ্রনাথ দত্ত-এর “মানুষ জাতি” কবিতার প্যারোডি করেছেন নাস্তিকথন

জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মুসলিম জাতি;
মুহম্মদের শিক্ষা এবং
হাদিস-কুরান মোদের সাথী।
গণিমত, দাসী, সহবত খেলা
সবাই আমরা সমান বুঝি,
অযুমাখা হাতে অস্ত্রটি তুলি
জেহাদের তরে সমান যুঝি।
কাফির খুঁজি ও কল্লা কাটি গো,
সালাতে সবাই কাতারে দাঁড়া,
মডারেট সহি বাহিরে কেবল
ঈমানদণ্ড সবারই খাড়া।
বাহিরে লেবাস, দাড়িতে উকুন
ভিতরের রং ঈমানে ফোটে,
সুন্নি ও শিয়া, সহি, মডারেট
কৃত্রিম ভেদ ধুলায় লোটে।

জেহাদের কালে ভেতরে লুকোনো
প্রকৃত রূপটি প্রকট হয়,
কাফির কুপিয়ে হত্যার পরে
জগৎ বানাবো মুমিনময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন