মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

ধর্মের চিড়িয়াখানায় - ২

লিখেছেন ধর্মহীন জিরাফ

৬.
আপনি আইনস্টাইনের ভুল বের করুন, আপনাকে পুরস্কৃত করা হবে। আর মুহাম্মেদের ভুল বের করুন, আপনাকে তিরস্কৃত করা হবে।
মোটা দাগে - এ হল ধর্ম ও বিজ্ঞানের মাঝের পার্থক্য। এটা বিজ্ঞানের এতো-এতো সাফল্যের চালিকাশক্তিও। শান্তির ঠিকাদার জাকির নায়েকরা কবে এসব বুঝবে, কে জানে!

৭.
বেহেশতের বর্ণনা পড়লে আল্লার রুচিবোধ সম্পর্কে প্রশ্ন দেখা দেয়।

৮.
কোরানের মুদ্রাদোষগুলো দেখবেন? নিচের কথাগুলো পড়ুন...

- নিশ্চয়ই‬ তিনি প্রম দয়ালু ও ক্ষমাশীল।
- নিশ্চয়ই তিনি চ্রম শ্রবনশীল এবং দর্শনশীল।
- নিশ্চয়ই তিনি সিরাম ক্ষমতাশালী।
- নিশ্চয়ই তিনি মহা আবাল এবং সর্বদা দৌড়ের উপ্রে থাকেন।

৯.
ধার্মিকদের মাঝে নিরন্তর ক্ষুধা-দারিদ্র্য দেখে মনে হয় না, ঈশ্বর তাদের সাথে আছেন।

১০.
বিজ্ঞান কোনোকিছুর ব্যাখ্যা উপস্থিত করতে না পারলে ধর্মগুলো সেখানে গিয়ে তাদের অজ্ঞানতার বাম হাত ঢুকিয়ে দেয়। এ ধরনের নোংরামি ধর্মের দ্বারাই সম্ভব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন