২৩১.
আস্তিক-নাস্তিক সংলাপ। আস্তিক বললো:
- আপনি আল্যার অস্তিত্বে বিশ্বাস করেন না, কারণ তাকে দেখা যায় না, তাই তো? কিন্তু বাতাসও তো দেখা যায় না, অথচ বাতাসের অস্তিত্বে আপনি কিন্তু ঠিকই বিশ্বাস করেন।
- দুটোর ভেতরে তফাত আছে কিন্তু, - নাস্তিক জানালে।
- কেমন তফাত?
সশব্দে পাদ মেরে নাস্তিক বললো:
- তফাতটা এখন টের পাচ্ছেন?
২৩২.
- মমিনদের জন্য কখনও হালাল বার প্রতিষ্ঠা করা হলে সেটার নাম কী দেয়া হবে?
- আল্যাহু আক-বার।
২৩৩.
- মমিন মুছলিমের ছহীহ লেবাছ কেমন হওয়া উচিত?
- বড়ো ভাইয়ের পাঞ্জাবি ও ছোট ভাইয়ের পায়জামা।
(সৌজন্য: তারেক ফাতাহ্)
২৩৪.
- আপনি কখন উপলব্ধি করেছেন যে, ঈশ্বর বলে কিছু নেই?
- একদিন প্রার্থনা করার সময় হঠাৎ লক্ষ্য করলাম, আমি আসলে নিজের সঙ্গেই কথা বলছি শুধু।
২৩৫.
- রমজান মাসে আল্যা শয়তানকে বেঁধে রাখে কেন?
- কারণ কোটি কোটি রোজাদার মমিনের মুখনিঃসৃত কস্তুরিগন্ধের চেয়ে শ্রেয় সুবাস আল্যাফাক শয়তানের সঙ্গে শেয়ার না করে একাই উপভোগ করতে চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন