লিখেছেন শেখ মিলন
২৮.
বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষতা অনেকটা এরকম:
"আমি জ্বীনে বিশ্বাস করি না, কিন্তু "জ্বীন নেই বলে" জ্বীন-বিশ্বাসীদের অনভূতিতে আঘাত করা যাবে না। বরং জ্বীন-বিশ্বাসীদের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করতে আমাকেও তাদের সাথে জ্বীনের ভয়ে কাঁপতে হবে।"
২৯.
উপাসনা হচ্ছে (পণ্ড)শ্রম।
উপাসক হচ্ছে শ্রমিক।
পুণ্য হচ্ছে শ্রমের মজুরি (বাকি এবং ফাঁকি)।
উপাসক কোনোরকমে উপাসনা শেষ করেই পুণ্যের পুঁজি কতো জমা হলো না হলো, দেখাদেখি নাই, শুধু চাই আর চাই।
এই চাই, ওই চাই...
৩০.
সকালে এলাকার কয়েকজন নাস্তিকের সঙ্গে মত বিনিময় (৬জন, একজন সমবয়সী, বাকি সকলেই আমার বড় এবং তার মধ্যে একজন আমার শিক্ষক)।
দুপুরে জুম্মার নামাযে মসজিদে হাজিরা দিলাম।
তারপর গরুর মাংস সহযোগে দুপুরের আহার সারলাম।
বিকেলে এলাকার এক কনসার্টে গান শুনলাম।
সন্ধ্যায় একটি মিলাদে অংশ নিলাম।
তারপর ৬ নাস্তিক একযোগে শূকরের মাংস দ্বারা রাতের আহারকার্য সম্পন্ন করলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন