"এসো নিজে বুঝি" নামের ফেইসবুক পেইজের সৌজন্যে:
কোরানে বলা আছে, পৃথিবী ডিম্বাকৃতির। নিচের আয়াতগুলো থেকে আমরা তা সহজেই বুঝতে পারি -
আমি ভু-পৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি।
(সুরা ১৫:১৯)
তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি।
(সুরা ২০:৫৩)
যিনি তোমাদের জন্যে পৃথিবীকে করেছেন বিছানা এবং তাতে তোমাদের জন্যে করেছেন পথ, যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পার।
(সুরা ৪৩:১০)
আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।
(সুরা ৫০:৭)
আমি ভূমিকে বিছিয়েছি। আমি কত সুন্দরভাবেই না বিছাতে সক্ষম।
(সুরা ৫১:৪৮)
আল্লাহ তা’আলা তোমাদের জন্যে ভূমিকে করেছেন বিছানা।
(সুরা ৭১:১৯)
আমি কি করিনি ভূমিকে বিছানা?
(সুরা ৭৮:৬)
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।
(সুরা ৭৯:৩০)
এভাবে উপরোক্ত আয়াতসমুহ থেকে আমরা বুঝতে পারি, পৃথিবী ডিম্বাকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন