বুধবার, ২০ জুলাই, ২০১৬

আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ-এর বিখ্যাত কবিতা আদর্শ ছেলে-র প্যারোডি লিখেছেন নাস্তিকথন

আমাদের দেশে হবে সেই মমিন কবে
মগজে না বড় হয়ে জিহাদে বড় হবে?
মুখে দাড়ি, হাতে অসি, কামে ভরা মন
"হুরিরে লাগাতে হবে" -এই যার পণ,
কাফির দেখিলে কভু হও আগুয়ান,
নাই কি কলবে তব খোদার ঈমান?
হুর-গেলমান আছে, মিছে কেন ভয়,
ঈমান দাঁড়িয়ে যার, সে কি পড়ে রয়?
তেমন জিহাদি ঘোর হুরের নেশায়
ঈমানদণ্ডখানা সামলানো দায়।
টুপি পরে দোয়া পড়ে কর এই পণ -
"হুরি লাগাতেই হবে, মমিন যখন।"
অ্যালার নেয়ামতে বেহেস্ত ভরপুর
আছে মদ, আছে আরো হুর বাহাত্তুর।
কাফের কোপাও, তাতে নবীর সম্মান,
তোমরা জেহাদি হলে দ্বীনের কল্যাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন