শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

হে বঙ্গ, ভাণ্ডারে তব অযুত আবাল

এই একবিংশ শতাব্দীতে বসে বিজ্ঞান ও উন্নত টেকনোলজির সমস্ত সুযোগসুবিধা ও সেবা ব্যবহার করেও যারা বিশ্বাস করে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় আসলে আল্যার ইঙ্গিত (শাস্তি, শিক্ষা, পরীক্ষা ইত্যাদি), তাদেরকে "আবাল" আখ্যা দিলে প্রকৃত আবালরা অপমানিত বোধ করতে পারে। 

২৪ আগস্টের ভূমিকম্পকে মূঢ়মস্তিষ্ক মমিনমহল মনে করেছে নামাজের অ্যালার্ম। হায়, আবালআকীর্ণ এ বঙ্গদেশ। তো সেদিন ফেসবুকে জড়বুদ্ধিসম্পন্ন বেকুবের দল এ বিষয়ে প্রসব করেছে অসংখ্য স্ট্যাটাস, যেগুলো থেকে কিছু নমুনা সংগ্রহ করেছেন Stezo Erich এবং লিখেছেন:
হে আল্যা, তোমার মুমিন বান্দাদের জন্য প্রতিদিন নামাজের আগে একটা করে অ্যালার্ম দিয়া দিয়ো।
সর্বমোট ১১টি ছবি। নিচের ছোট ছোট ছবিগুলোর ওপরে একের পর এক ক্লিক করে দেখতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন