রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ধর্মের চিড়িয়াখানায় - ৮

লিখেছেন ধর্মহীন জিরাফ

৩৬.
মাথার দাম ঘোষণা করার রীতিটা ইসলামে ঢুকে গেছে। সেটা ইরান-তুরান সর্বত্র। এদের মাঝে সহনশীলতার বড্ড অভাব।
আরে, আপনার ধর্ম সত্যি হলে টিকে থাকবেই। ওরকম দু'-চারজন লেখকের কুৎসা (তাদের ভাষায়) রটনায় সেটা কি ধ্বসে পড়বে?
তাহলে? এত হিংস্র কেন আপনারা?

৩৭.
মুসলিমদের মানসিক উন্নতি বোঝার জন্য হজ্জে শয়তানকে পাথর নিক্ষেপ করার ঘটনাই যথেষ্ট।
একবার ভাবুন তো দৃশ্যটা!

৩৮.
মানুষকে গালি দেয়া, তাদের ধ্বংস কামনা করাও ইবাদাত-বন্দেগীর মাঝে পড়ে!
বিশেষ দ্রষ্টব্য: ইহুদিরা নিশ্চয়ই মহাজাগতিক এলিয়েন নয়।

৩৯.
৯০% মুসলিমের দেশে 'ধর্মবিদ্বেষীদের' অস্ত্র হল কলম, আর 'ধর্মপ্রেমীদের' অস্ত্র হল চাপাতি।
এই দেশে ধর্মবিদ্বেষী হওয়ার জন্য চাপাতির কোপ খেতে হয়, কিন্তু ধর্মপ্রেমী হবার জন্য কাউকে চাপাতির কোপ খেতে হয় না।

৪০.
ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখুন।
ধর্ম রক্ষা পাবে, সুরক্ষিতও থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন