লিখেছেন নরমপন্থী
আসলে কত কিছুই হতে পারে, আমি শুধু কয়েকটা সম্ভাবনার কথা বলি।
১. ঈশ্বর আছে, কিন্তু পরকাল নেই।
২. পরকাল আছে, কিন্তু ঈশ্বর নেই।
৩. পরকাল আছে, ঈশ্বর আছে, কিন্তু যারা ভাঁওতাবাজি ছাড়া যৌক্তিক মুক্তচিন্তা করতে সক্ষম, তারাই পুরস্কৃত হবে।
৪. ঈশ্বর আছে, কিন্তু সে কোনো ঈশ্বরীর প্রেমে পড়ে তার সৃষ্টির কথা ভুলে গেছে।
৫. ঈশ্বর আছে, পরকাল আছে, কিন্তু কোনো হিসাব নিকাশ নেই।
৬. ঈশ্বর আছে, কিন্তু সে তার বিশাল মহাবিশ্ব তৈরি করতে করতে কোন গ্যালাক্সির কোন সৌরজগতের কোন গ্রহের কোন স্তন্যপায়ী প্রাণীর যৌনকর্মের কথা নজরদারি করতে হবে, ভুলে গেছে।
৭. ঈশ্বর ছিলো, কিন্তু অন্য ঈশ্বর বা শয়তানের সাথে মারামারিতে সে মরে গেছে।
৮. ঈশ্বর আছে, কিন্তু সে আউটসোর্সিং-এর মাধ্যমে কোনো তৃতীয় ঈশ্বরের দ্বারা আমাদের সৃষ্টি করেছে, যে কোনো আফটার সেলস সার্ভিস দেয় না এবং আমাদের ব্যাপারে কেয়ার করে না।
৯. হয়তো কোনো সমান্তরাল মহাবিশ্বের কোনো এক বদের হাড্ডি বিজ্ঞানী জটিল কোনো টানেল খুঁড়ে খুঁড়ে মধ্যযুগে কিছু মানুষের মাথায় মারামারি কাটাকাটির বাহানা হিসাবে ধর্মের বীজ বপন করে দিয়েছিল।
১০. ঈশ্বর নেই, পরকালও নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন