সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

ধর্মাতুল কৌতুকিম – ৮১

২৪৯.
- "আমি তোমার জন্য দোয়া করবো" - এই কথার প্রকৃত অর্থ কী?
- "আমি তোমার জন্য বাস্তব কিছু করতে পারছি না বটে, তবু অন্তত কিছুটা কৃতিত্ব আমার প্রাপ্য।"

২৫০.
যাবতীয় ভগবানেশ্বরাল্লাকে সঙ্গে নিয়ে বারে ঢুকলো এক নাস্তিক। বারম্যান তাকে বললো:
- হুম, দেখতে পাচ্ছি, আবার একা একা মদ খেতে এসেছেন।

২৫১.
এক মুছলিম রমণীকে প্রশ্ন করা হলো:
- আপনি কি নিপীড়িত?
- জানি না, আমার স্বামীকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে।

২৫২.
- বিজ্ঞান ও ধর্মের মধ্যে পার্থক্য কী?
- বিজ্ঞান নিরন্তর বিভিন্ন প্রশ্নের প্রকৃত উত্তর খুঁজে চলে, আর ধর্ম সব প্রশ্নের মনগড়া উত্তর বানিয়ে রেখেছে।

২৫৩.
- দোয়া-মোনাজাত-প্রার্থনায় কোনও কাজ হয় না, এর প্রমাণ কী?
- কাজ হলে পৃথিবীর সব পুরুষের ঈমানদণ্ডের দৈর্ঘ্য হতো অন্তত আট ইঞ্চি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন