রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

ধার্মিক - ১

লিখেছেন যুক্তিবাদী পীর

রাত আনুমানিক ১০ টা। এক বড় ভাই রাতের গাড়িতে শহর ত্যাগ করবে, তাকে বিদায় জানাতে বাসষ্ট্যান্ডে গিয়ে দেখি কোনো এক অজানা কারণে ১০:২০ টার গাড়ি ছাড়বে রাত ১১ টায় । 

ভাইয়া বল্ল:
- চল, চা খেয়ে আসি! 
- চলো যাই। 

হাতে প্রচুর সময় থাকায় ষ্টেশন থেকে একটু দূরেই চলে এলাম। চা-পরোটা খাওয়া শেষে একটা নড়বড়ে বেঞ্চে বসে আমি আর ভাইয়া বিড়ি ফুঁকছিলাম। 

হঠাৎ পেছন দিক থেকে গলঅর আওয়াজ:
- ভাইজান, আল্লার ওয়াস্তে একটু সাহায্য করেন... 

পেছনে ফিরে দেখি, একজন মধ্যবয়স্ক লোক, যার ডান হাতটা আমার দিকে বাড়ানো, লোকটা আমার চোখের দিকে তাকিয়ে একটু ঘাবড়ে গেল এবং যথাসম্ভব দ্রুত ঐ স্থান ত্যাগ করলো। 

বি. দ্র. ঐ ভিখিরি লোকটি একজন সনাতন ধর্মাবলম্বী। কিছুদিন আগেও সে সনাতন ধর্ম অনুযায়ী তার মেয়ের বিয়ে দিয়েছে এবং সে আমার পরিচিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন