শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

ধর্মাতুল কৌতুকিম – ৮৪

২৬৪.
- খুচরা ও পাইকারির ভেতরে তফাত কী?
- কয়েকজন যৌনকর্মীর প্রলোভন দেখায় যে-ব্যক্তি, তাকে বলা হয় যৌনকর্মীর দালাল। আর একসাথে ৭২ জন যৌনকর্মীর প্রলোভন দেখায় যে-ব্যক্তি, তাকে নবী বলা হয়।

২৬৫.
এক ধর্মগুরু আর এক পুলিশ গল্প করতে করতে এগিয়ে চলেছে। হঠাৎ তারা দেখলো, অদূরে দুই ব্যক্তি হিংস্রভাবে মারামারি করছে। পুলিশটি সেদিকে ছুটে যাচ্ছিলো, কিন্তু ধর্মগুরু তাকে থামালো। বললো:
- এখনও সময় হয়নি।
খানিক বাদে একজন আরেকজনকে পেটাতে পেটাতে মেরেই ফেললো। তখন ধর্মগুরু বললো:
- চলো, এখন সময় হয়েছে। ওই দু'জনের একজন তোমার, অন্যজন আমার।

২৬৬.
- মুছলিমরা আরবি ভাষায় প্রার্থনা করে কেন?
- যাতে আল্যা দ্রুত ব্যবস্থা নিতে পারে। অন্য ভাষার প্রার্থনাগুলো তাকে গুগল ট্র্যান্সলেটরের মাধ্যমে অনুবাদ করিয়ে নিতে হয়। সময়ের ব্যাপার।

২৬৭.
- ক্যাথলিক চার্চে নারীরা ধর্মযাজক হতে পারে না কেন?
- কারণ কোনও নারীকে 'ফাদার' বলে ডাকা সম্ভব নয়।

২৬৮.
মোল্লা বলছে এক চিত্রকরকে:
- এটা আপনি কী এঁকেছেন? ফেরেশতার পায়ে জুতো পরিয়েছেন কেন? আপনি কি জুতো-পরা ফেরেশতা দেখেছেন কখনও?
- আপনি কি জুতোহীন ফেরেশতা দেখেছেন কখনও?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন