অনলাইনে বাংলায় মুক্তবুদ্ধি চর্চার প্রকৃত পথিকৃৎ অভিজিৎ রায়ের জন্মদিন আজ। 'মুক্তমনা' নামের ব্লগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন, সেটা এখন বিপুলভাবে বিস্তৃত হয়েছে। আর তাই কখনও ভুললে চলবে না, পথটি দেখিয়েছিলেন তিনিই।
আপাদমস্তক মানবতাবাদী, যুক্তিমনস্ক, সংস্কৃতিমনা, অত্যন্ত সুলেখক ও অতি ভদ্রজন ছিলেন অভিজিৎ রায়। কিন্তু শিক্ষাবিদ্বেষী, সভ্যতাবিমুখ, বর্বর ইছলাম ধর্মের চাপাতিচর্চার শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে অপরিমেয় ক্ষতি হয়েছে আমাদের।
মৃত্যুর পরে কারুর স্থান শূন্য থাকে না বলে যে-কথাটির প্রচলন আছে, সেটি আসলে ভুল। অভিজিৎ রায়ের মতো সুশিক্ষিত, প্রজ্ঞাবান, বিদগ্ধ ও প্রতিভাধর মানুষের স্থান পূরণ হয় না। হবার নয়।
তাঁকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আজ। সর্বমোট ১৬টি পোস্টার।
সবগুলো পোস্টার বানানোর কৃতিত্ব সামিনা চৌধুরী এ্যানি-র
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন