লিখেছেন শেখ মিলন
৪৩.
মুমিন: ধর্মের মর্ম আপনারা বুঝবেন কীভাবে? আল্লাহ তো আপনাদের হেদায়তই দেননি।
নাস্তিক: দিতেনই বা কীভাবে? আল্লার ভাণ্ডার ফুরিয়ে গেছিলো যে!
৪৪.
বিশ্বাসীরাও অবিশ্বাসী। প্রমাণ দেখুন:
ক)
- আপনি ভাগ্যে বিশ্বাস করেন?
- হ্যাঁ।
- তবে লাভ/ক্ষতি বা ভাল/মন্দের জন্য ভাগ্যকে দোষ না দিয়ে অন্যকে দোষ দেন কেন?
খ)
- আপনি পরকালের বিচারে বিশ্বাস করেন?
- হ্যাঁ।
- তাহলে ইহকালে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার জন্য কেন আদালতে শাস্তি দাবি করেন?
৪৫.
কোনো ঈশ্বর মানুষকে তার দাস রূপে সৃষ্টি করেনি, বরং মানুষ তার কল্পনায় ঈশ্বরকে সৃষ্টি করেছে নিজের প্রভু রূপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন