লিখেছেন নীল নিমো
১৬.
আস্তাগফিরুল্লাহ। এইটা কিছু হইলো?
ফিনল্যান্ডের খ্রিষ্টানরা, দেখি, আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে। সিরিয়াতে অ্যান্টি-ক্রাইষ্ট মুসলমানরা মারা যাচ্ছে, আর ফিনল্যান্ডের খ্রিষ্টানরা এর প্রতিবাদ জানাচ্ছে! কেমনে কী!
আমার মনে আছে, ৯/১১-এ ওসামা বিন লাদেন সাহেব যখন টুইন টাওয়ারের হামলা করে প্রায় ৩০০০ খ্রিষ্টানকে মেরেছিল, তখন বাংলাদেশে আমাদের পাড়ার মসজিদের ইমাম সাহেব শুকরানা নামাজ পড়েছিলেন। এরপর জুম্মার নামাজের পর এলাকায় আনন্দ মিছিল হয়েছিল। জিলাপি বিতরণ করা হয়েছিল। বলা হয়েছিল, কেউ যদি ইসলামিক হিরো লাদেনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দেওয়া হবে, গুঁড়িয়ে দেওয়া হবে।
আফসুস, খ্রিষ্টানরা মুসলমানদের থেকে কিছুই শিখতে পারল না। খ্রিষ্টানরা এখন নাস্তিকদের ফলো করছে।
১৭.
হে জাহান্নামী নাস্তিকরা, শুনে রাখ:
"মহান আল্লাহপাকের মনের ভিতর রাগ আছে, আনন্দ আছে, খুশি আছে, ভালবাসা আছে।
আল্লাহপাকের এই সব আবেগ-অনুভুতি থাকা সত্ত্বেও আল্লাহপাকের কোনো যৌনানুভুতি নাই।"
১৮.
আমার ভাতিজা গণিত পরিক্ষায় ফেল করেছে। আমি ফেল করার কারণ জিজ্ঞাস করলাম। ভাতিজা উত্তর দিল:
- আমি তো ইচ্ছা কইরাই ফেল করছি। আমার সব উত্তর জানা ছিল, তবুও ইচ্ছা কইরাই ফেল করছি।
উত্তর শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি জিজ্ঞাস করলাম:
- আমার সাথে ফাইজলামী করছ?
ভাতিজার উত্তর দিল:
- আস্তাগফিরুল্লাহ, এইটা কী কইলেন? আল্লাহ চাইলে কি পৃথিবীর সবাইকে মুসলমান বানাইতে পারত না? নিশ্চয়ই পারত। আল্লাহ কি আমাদের সাথে ফাইজলামি করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমিও আপনার ঈমান পরীক্ষা করার জন্য ইচ্ছা কইরাই ফেল করছি।"
ভাতিজার উত্তর শুনে আমি তব্দা খাইয়া ওযু করতে বদনা হাতে দৌড় দিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন