চাঁপাইনবাবগঞ্জে মসজিদের আদায়কৃত টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে সদর উপজেলার চরাঞ্চল চরবাগডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে গড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরবাগডাঙ্গার একটি মসজিদের আদায়কৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপুর লোক বলে পরিচিত শহীদুল ডিলারের সাথে আনেসুরের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে গড়াইপাড়া গ্রামে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় উভয়পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৫জন আহত হয়। সংঘর্ষ চলাকালে আফতাব ও সোহরাব নামক দু'ব্যক্তির বাড়ি ভাঙ্গচুরসহ লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর মডেল থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওপরের খবর থেকে আহরিত কয়েকটি শব্দ ও শব্দবন্ধ:
১. আদায়কৃত টাকা
২. টাকার ভাগবাটোয়ারা
৩. সংঘর্ষ
৪. শতাধিক বোমা
৫. বিস্ফোরণ
৬. ৫ জন আহত
৭. বিরোধ
৮. বাড়ি ভাংচুর
অনুসিদ্ধান্ত: ইছলাম শান্তির ধর্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন