রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

শিশুশিকারী ধর্মগুলো

ঘোর শৈশবেই শিশুদের ওপরে ধর্ম চাপিয়ে না দিয়ে এবং তাদের মগজধোলাই না করে তাদেরকে ধর্মসংশ্লেষমুক্ত শৈশব-কৈশোর পার করার সুযোগ দিয়ে কেবল প্রাপ্তমনস্ক হবার পর সম্পূর্ণ স্বেচ্ছায় কোনও ধর্ম বা ধর্মে-অবিশ্বাস বেছে নিতে বলার মুরোদ কোনও ধর্মেরই নেই। কারণ ধর্মগুলো খুব ভালো করেই জানে, এর ফলে তাদের আশু বিলুপ্তি অনিবার্য হয়ে উঠবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন