বুধবার, ২ নভেম্বর, ২০১৬

ধর্মের চিড়িয়াখানায় - ১৮

লিখেছেন ধর্মহীন জিরাফ

৮৬.
মডারেট মুসলিম, ধর্মান্ধ জনগণ আর কাঠমোল্লা, মৌলবাদী, ফতোয়াবাজ, ধর্মব্যবসায়ীদের মাঝে একটা ভয়ংকর জায়গায় ভয়াবহ মিল রয়েছে! আর তা হলো এই দুই দলই তথাকথিত ধর্মানুভূতি নামক একটা বিষাক্ত আর মানবসভ্যতার জন্য ক্ষতিকর অনুভূতি রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে!

৮৭.
মুসলিমরা হিন্দুদের গঙ্গায় ডুব দেয়া দেখে হাসে।
হিন্দুরা মুসলিমদের পাথরে চুমু খাওয়া দেখে হাসে। 
আর নাস্তিকেরা এদের দু'দলেরই কাণ্ডকীর্তি দেখে হাসে।

৮৮.
বোরকা-হিজাব হচ্ছে একটা মেয়ের মানসিক পশ্চাদপদতার ব্যবহারিক প্রকাশ।
তাই সে বুঝতেই পারে না, এটা তার জন্য একটা পরাজয়।

৮৯.
আপনার মাকে ভালোবাসতে কি আপনার কোনো ধর্মগ্রন্থের আদেশের প্রয়োজন হয়?
আপনি ঈশ্বরকে ভালোবাসেন পরকালের শাস্তির ভয়ে বা পুরস্কারের লোভে?
যদি তাই হয়, তবে বলবো আপনার ঐ নোংরা ভালোবাসা তাদেরকে শুধু অপমানই করছে!
ভালোবাসা হবে স্বতঃস্ফূর্ত, হৃদয় থেকে উৎসারিত।

৯০.
"মেরাজ"-কে মিথ্যা প্রমাণ করতে বলা আর "ঘোড়ার ডিম"-কে মিথ্যা প্রমাণ করতে বলা একই কথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন