আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

সকল দেশের সেরা: প্রস্তাবিত ইসলামী জাতীয় সঙ্গীত

লিখেছেন জুপিটার জয়প্রকাশ

(লেখকের অচিরেই প্রকাশিতব্য একটি অভিনব ছড়া-ইবুক থেকে)

ধনধান্যে পুষ্পে ভরা
আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশের সেরা
ও সে শান্তি দিয়ে তৈরি সে দেশ
বোরখা দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি
সকল দেশের সেরা সে যে,
নবীর জন্মভূমি।।

পুণ্য পূর্ণ মাথা নেড়া
কোথায় এত গোলাম খাড়া,
কোথায় এত চলে মুমিন
এমন মহা বেগে,
সেথা ওয়াজ শুনে ঘুমিয়ে উঠি
আজান শুনে জেগে।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি।
সকল দেশের সেরা সে যে
নবীর জন্মভূমি।।

এমন রুক্ষ ভূমি কাহার,
কোথায় এমন বালির পাহাড়
কোথায় এমন ঊষর ক্ষেত্র
আকাশ তলে মেশে
এমন বালির উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি।
সকল দেশের সেরা সে যে
নবীর জন্মভূমি।।

ধর্মে কর্মে নাহি ফাঁকি,
বাক্যে বাক্যে মেলে নেকী
উচ্ছসিয়া চলে পাপী
পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা পাপের জ্বালা ফুরিয়ে ফেরে
পাথর চুমা খেয়ে
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি।
সকল দেশের সেরা সে যে
নবীর জন্মভূমি।।

ভায়ের ভায়ের এত স্নেহ
কোথায় গেলে পাবে কেহ,
নবী তোমার চরণ দু’টি
বক্ষে আমার ধরি,
আমার যে দেশে হোক জন্ম,
যেন ঐ দেশেতেই মরি।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি।
সকল দেশের সেরা সে যে
নবীর জন্মভূমি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন