মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

ধূর্ত, ধড়িবাজ, ধুরন্ধর ধর্মধ্বজাধারীরা

⬛ চাঁপাইনবাবগঞ্জে মসজিদের আদায়কৃত টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে শতাধিক বোমা বিস্ফোরণ। খবরটি থেকে আহরিত কয়েকটি শব্দ ও শব্দবন্ধ: ১. আদায়কৃত টাকা, ২. টাকার ভাগবাটোয়ারা, ৩. সংঘর্ষ, ৪. শতাধিক বোমা, ৫. বিস্ফোরণ, ৬. ৫ জন আহত, ৭. বিরোধ, ৮. বাড়ি ভাংচুর। অনুসিদ্ধান্ত: ইছলাম শান্তির ধর্ম।

⬛ নাস্তেক বিজ্ঞানীদের কুফরী গবেষণার হারাম ফল প্রকাশ করেছে বেদ্বীন পত্রিকা: ধার্মিকরা নাকি দুনিয়াদারি সম্পর্কে কম বোঝে!

⬛ আরেকটি ইছলামী চুলকানি। কুকুরের মতো উপকারী ও নিরীহ প্রাণী ইছলামে ঘৃণীত। অতএব জনপ্রিয় খাদ্য "হট ডগ"-এর নাম থেকে "ডগ" শব্দটি বাদ দেয়ার নির্দেশ দিয়েছে মালয়েশীয় সরকারের ধর্মীয় প্রশাসন।

⬛ মুছলিমনন্দিত জনপ্রিয় ও জানপ্রিয় জঙ্গিদল আইসিস বেকারির ময়দা মাখানোর মেশিনে ঢুকিয়ে হত্যা করেছে ২৫০ জন শিশুকে, যাদের সর্বোচ্চ বয়স ছিলো চার। এছাড়া আরও ৬ জন পুরুষকে তারা পুড়িয়ে মেরেছে বেকারির জ্বলন্ত ওভেনে। এভাবে শান্তি প্রতিষ্ঠা চলছে, চলবে।

⬛ অর্থোডক্স ইহুদিধর্মের বিধান অনুযায়ী, বিবাহিতা নারীর ঋতুচক্রের সময় দৈহিক সম্পর্ক স্থাপন নিষিদ্ধ। ঋতুচক্র শেষ হবার পর আরও সাতদিন ধরে চলে পরিচ্ছনতা সপ্তাহ। এই সময়ে পরতে হয় সাদা প্যান্টি, নিজের 'পবিত্রতা' পরীক্ষা করে দেখতে দিনে দু'বার সাদা কাপড় যৌনাঙ্গে প্রবিষ্ট করিয়ে রাখতে হয় এক ঘণ্টা ধরে, এবং সবশেষে ব্যবহৃত প্যান্টি দাখিল করতে হয় র‍্যাবাই-এর (ইহুদি মোল্লা) কাছে, যে সেই প্যান্টি পরীক্ষা করে সিদ্ধান্ত দেয় দৈহিক সম্পর্ক স্থাপনের জন্য নারীটি যথেষ্ট শুচি কি না।

⬛ পৃথিবীর সবচেয়ে উঁচু গির্জাটি (১৬১.৫৩ মিটার) জার্মানিতে। তবে কিছুদিন আগে ব্যয়বহুল সংস্কারকর্ম করা এই গির্জার ভিতে অ্যাসিড ও লবণ জমে যাওয়ায় ক্ষয় ধরেছে বলে তা রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো কোত্থেকে আসছে এই অ্যাসিড ও লবণ?... এই গির্জার অদূরে জনসমাবেশ অনুষ্ঠিত হয় মাঝেমধ্যেই। তখন লোকজন গির্জাটিকেই বেছে নেয় মূত্র- ও বমিত্যাগের উপযুক্ত স্থান হিসেবে

⬛ নবীজির প্রথম স্ত্রী খালাসদৃশ খাদিজার বাসভবন এখন পাবলিক টয়লেট। ইনডিপেনডেন্ট পত্রিকার রিপোর্টে বলা হয়েছে: At the other end of the Grand Mosque complex, the house of the Prophet's first wife Khadijah has been turned into a toilet block.

⬛ ইছলামে কুকুর ঘৃণীত। কুকুরহত্যার নির্দেশ নবীজি দিয়েছিল, সে কথা হাদিসেই আছে। তো মুছলিমনন্দিত জনপ্রিয় ও জানপ্রিয় জঙ্গিদল আইসিস কুকুর-হত্যা করলে তা স্পষ্টভাবেই ইছলামসম্মত। তবে তারা এই সুন্নত আদায় করতে কুকুরগুলোকে নিজ হাতে না মেরে ব্যবহার করবে আত্মঘাতী বোমা হামলায়

⬛ পরীক্ষায় ভালো ফলাফল করা এখন পানির মতো সহজ, যদি পরীক্ষা দেন "পবিত্র কলম" দিয়ে। সাফল্যের নিশ্চয়তা দিচ্ছে এক ধর্মবাজ কাম কলমবিক্রেতা। ১৫ সেন্ট মূল্যের একটি কলম সে বিক্রি করছে ১০ থেকে ২০ ডলারে এবং জানাচ্ছে, কলমের জন্য যতো বেশি মূল্য দেয়া হবে, সাফল্যের সম্ভাবনাও ততো বেশি। লোকজন কিনছেও!

⬛ ইহুদিধর্মও নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। ইসরায়েলের এক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স পাবার অপরাধে। স্কুলটি ঘোর রক্ষণশীল ইহুদিদের। এই গোত্রের অনেক ইহুদিই মনে করে, মেয়েদের গাড়ি চালানো গ্রহণযোগ্য নয়। আর স্কুল-প্রধান বলেছে, "ড্রাইভিং লাইসেন্সওয়ালা কোনও শিক্ষিকাকে বরদাশত করা হবে না।"

⬛ ৫ থেকে ১০ বছর বয়সী ৩০ জন শিশুবালিকাকে ধর্ষণ করেছে এইচআইভি আক্রান্ত এক ক্যাথলিক ধর্মযাজক। তবু তাকে বিচারের আওতায় না এনে তাকে নির্দোষ ঘোষণা করেছে বিশ্বে শিশুকামীদের বৃহত্তম সংগঠন ক্যাথলিক চার্চ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন