‘আবু নাসের মুহাম্মদ আবদুল্লা আল জুবায়ের-রানা’ আমার ন্যাংটা-কালের বন্ধু! যে কোনোবিষয়েই আমার পরামর্শ দরকার পড়ে তার; বিয়েটা পর্যন্ত সে আমার পছন্দে করেছে! প্রশ্নের বিষয়বুঝি বা না বুঝি, তার হাত থেকে আমার নিস্তার নাই! খুব সরল সাধারণ ছেলে, ভালো ক্রিকেটওখেলে; আমার মত বান্দর টাইপ নয়!
একদিন আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে অফিসে এসে হাজির!
“তোর ভাবীর প্রেগনেন্সির সাত মাসের রিপোর্ট, ডাক্তার বলেছে ছেলে হবে;
একটা নাম রাখার পরামর্শ দে!”
আচ্ছা আপনারাই বলেন, এটা কি আমার কাজ?
তবু্ও বললাম: তোর নামের মত লম্বা নাম রাখবি? নাকি ছোটো-খাটো খুঁজবো? সবশেষে সে স্থিরকরে দিলো, আল্লার ৯৯ নামের ভেতর থেকে ভালো দেখে একটা নাম ঠিক করে দিতে!
আল্লার ভালো নাম খুঁজতে গিয়েই লাগলো বিপত্তি, তবে কি আল্লার খারাপ নামও আছে?! সব যদিগুণবাচক নাম হয়, তবে খারাপ নাম কোনটা? পেলামও অবশেষে দু'টি, যেগুলো কোনোভাবেইগুণ প্রকাশ করে না:
৮৬। আল মুনতাকীম - প্রতিশোধ গ্রহণকারী
‘রানা’-কে বললাম: তোর আল্লাহ তো ৯৯ রানে আউট হওয়া খেলোয়াড়, তার ৯৯ নামের মধ্যে দু'টিআবার কোনোভাবেই ভালো নাম হতে পারে না। এক কাজ করা যেতে পারে, যে সব খেলোয়াড়েরনামের শতরান করা আছে, তাদের থেকে খুঁজে দেখতে পারি!
‘চটে গেলো সে:
আল্লার ৯৯ নাম থেকে বেশি নাম কারও হতে পারে না; এটা আল্লার মৌলিক বিষয়, ১০০ থেকে ১নাম/রান কম থাকতে পারে, কিন্তু তার ধারে-কাছে কোনো ধর্মের কোনো দেবতা-ঈশ্বর-স্রষ্টার নামআসতে পারে না; কোনোমতেই না!
আমি নিচের তালিকার প্রিন্ট আউট ধরিয়ে দিয়ে চুপচাপ বসে রইলাম, যাবার সময় বললাম, সময়েরসাথে সাথে ধর্মবিশ্বাসী চাটুকারেরা আল্লাহ-শিব-দুর্গা-কৃষ্ণের যত খুশি নাম দিয়ে তেল দেবার চেষ্টাকরেছে; এর সাথে দোষ-গুণ-প্রাপ্তি-অপ্রাপ্তির কিছু নাই!
তালিকা দিয়ে দিলাম, ইচ্ছামত বেছে নিস:
আল্লাহর ৯৯ টি নাম
১। আল্লাহ ২। আর রহিম - পরম দয়ালু ৩। আর রহমান - পরম দয়াময় ৪। আলজাব্বার - পরাক্রমশালী ৫। আল-আজিজ - প্রবল ৬। আল-মুহায়মিন - রক্ষণ ব্যবস্থাকারী ৭। আল-মুমিন - নিরাপত্তা বিধায়ক ৮। আস-সালাম - শান্তি বিধায়ক ৯। আল-কুদ্দুস - নিষ্কলুষ ১০। আল-মালিক - সর্বাধিকারী ১১। আল-ওয়াহহাব - মহা বদান্য ১২। আল-কাহার - মহাপরাক্রান্ত ১৩। আল-গাফফার - মহাক্ষমাশীল ১৪। আল মুসাওবির - রূপদানকারী ১৫। আল-বারী - উন্মেষকারী ১৬। আলখালিক - সৃষ্টিকারী ১৭। আল মুতাকাব্বির - অহংকারের ন্যায্য অধিকারী ১৮। আল রাফি -উন্নয়নকারী ১৯। আল খাফিদ - অবনমনকারী ২০। আল বাসিত - সম্প্রসারণকারী ২১। আলকাবিদ - সংকোচনকারী ২২। আল আলীম - মহাজ্ঞানী ২৩। আল ফাত্তাহ - মহাবিজয়ী ২৪। আররাজ্জাক - জীবিকাদাতা ২৫। আল লাতিফ - সূক্ষ্ম দক্ষতাসম্পন্ন ২৬। আল আদল - ন্যায়নিষ্ঠ ২৭।আল হাকাম - মিমাংসাকারী ২৮। আল বাসির - সর্বদ্রষ্টা ২৯। আস সামী - সর্বশ্রোতা ৩০। আলমুযিল্ল - হতমানকারী ৩১। আল-মুইয্য - সম্মানদাতা ৩২। আল কাবীর - বিরাট মহৎ ৩৩। আলআলী - অত্যুচ্চ ৩৪। আশ শাকুর - গুণগ্রাহী ৩৫। আল গফুর - ক্ষমাশীল ৩৬। আলআজীম - মহিমাময় ৩৭। আল হালীম - সহিষ্ণু ৩৮। আল খাবীর - সর্বজ্ঞ ৩৯। আল মুজীব - প্রার্থনাগ্রহণকারী ৪০। আর রাকীব - নিরীক্ষণকারী ৪১। আল কারীম - মহামান্য ৪২। আল জালীল -প্রতাপশালী ৪৩। আল হাসীব - মহাপরীক্ষক ৪৪। আল মুকিত - আহার্যদাতা ৪৫। আল হাফীজ -মহারক্ষক ৪৬। আল হাক্ক - সত্য ৪৭। আশ-শাহীদ - প্রত্যক্ষকারী ৪৮। আল বাইছ - পুনরুত্থানকারী৪৯। আল মাজীদ - গৌরবময় ৫০। আল ওয়াদুদ - প্রেমময় ৫১। আল হাকীম – বিচক্ষণ ৫২। আলওয়াসি - সর্বব্যাপী ৫৩। আল মুবদী - আদি স্রষ্টা ৫৪। আল মুহসী - হিসাব গ্রহণকারী ৫৫। আলহামিদ - প্রশংসিত ৫৬। আল ওয়ালী - অভিভাবক ৫৭। আল মাতীন - দৃড়তাসম্পন্ন ৫৮। আলকাবী - শক্তিশালী ৫৯। আল ওয়াকীল - তত্বাবধায়ক ৬০। আল মাজিদ - মহান ৬১। আলওয়াজিদ - অবধারক ৬২। আল কায়্যুম - স্বয়ং স্থিতিশীল ৬৩। আল হায়্যু - জীবিত ৬৪। আলমুমীত - মরণদাতা ৬৫। আল মুহয়ী - জীবনদাতা ৬৬। আল মুঈদ - পুনঃ সৃষ্টিকারী ৬৭। আলআওয়াল - অনাদী ৬৮। আল মুয়াখখীর - পশ্চাদবর্তীকারী ৬৯। আল মুকাদ্দিম - অগ্রবর্তীকারী ৭০।আল মুকতাদীর - প্রবল পরাক্রম ৭১। আল কাদীর - শক্তিশালী ৭২। আস সামাদ - অভাবমুক্ত ৭৩।আল ওয়াহিদ - একক ৭৪। আত তাওয়াব - তওবা গ্রহণকারী ৭৫। আল বার্র - ন্যায়বান ৭৬। আলমুতাআলী - সুউচ্চ ৭৭। আল ওয়ালী - কার্যনির্বাহক ৭৮। আল বাতিন - গুপ্ত ৭৯। আল জাহির -প্রকাশ্য ৮০। আল আখির - অনন্ত ৮১। আল মুকসিত - ন্যায়পরায়ণ ৮২। যুল জালাল ওয়ালইকরাম - মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ ৮৩। মালিকুল মুলক - রাজ্যের মালিক ৮৪। আর রাউফ -কোমল হৃদয় ৮৫। আল আওউফ - ক্ষমাকারী ৮৬। আল মুনতাকীম - প্রতিশোধ গ্রহণকারী ৮৭।আল হাদী - পথ প্রদর্শক ৮৮। আন নাফী - কল্যাণকর্তা ৮৯। আদ দারর – অকল্যাণকর্তা ৯০।আল মানি - প্রতিরোধকারী ৯১। আল মুগনী - অভাব মোচনকারী ৯২। আল গানী - সম্পদশালী ৯৩।আল জামি - একত্রীকরণকারী ৯৪। আস সাবুর - ধৈর্যশীল ৯৫। আল রশীদ - সত্যদর্শী ৯৬। আলওয়ারিছ - উত্তরাধিকারী ৯৭। আল বাকী - চিরস্থায়ী ৯৮। আল বাদী - অভিনব সৃষ্টিকারী ৯৯। আননূর - জ্যোতি
শিবের ১০৮ টি নাম
১-ॐ ভোলেনাথ নমঃ ২-ॐ কৈলাশ পতি নমঃ ৩-ॐ ভূতনাথ নমঃ ৪-ॐ নন্দরাজ নমঃ ৫-ॐ নন্দি বাহননমঃ ৬-ॐ জ্যোতিলিঙ্গ নমঃ ৭-ॐ মহাকাল নমঃ ৮-ॐ রুদ্রনাথ নমঃ ৯-ॐ ভীমশংকর নমঃ ১০-ॐনটরাজ নমঃ ১১-ॐ প্রলয়ঙ্কর নমঃ ১২-ॐ চন্দ্রমোলী ননমঃ ১৩-ॐ ডম্বরুধারী নমঃ ১৪-ॐ চন্দ্রধারীনমঃ ১৫-ॐ মল্লিকার্জুন নমঃ ১৬-ॐ ভীমেশ্বর নমঃ ১৭-ॐ বিষধারী নমঃ ১৮-ॐ বমঃ ভোলে নমঃ ১৯-ॐ ওঙ্গারস্বামী নমঃ ২০-ॐ ওঙ্গারেশ্বর নমঃ ২১-ॐ শংকর ত্রিশুলধারী নমঃ ২২-ॐ বিশ্বনাথ নমঃ ২৩-ॐ অনাদিদেব নমঃ ২৪-ॐ উমাপতি নমঃ ২৫-ॐ গৌরীপতি নমঃ ২৬-ॐ গণপিতা নমঃ ২৭-ॐ ভোলেবাবা নমঃ ২৮-ॐ শিবজী নমঃ ২৯-ॐ শম্ভু নমঃ ৩০-ॐ নীলকণ্ঠ নমঃ ৩১-ॐ মহাকালেশ্বর নমঃ ৩২-ॐ ত্রিপুরারি নমঃ ৩৩-ॐ ত্রিলোকনাথ নমঃ ৩৪-ॐ ত্রিনেত্রধারী নমঃ ৩৫-ॐ বর্ফানী বাবা নমঃ ৩৬-ॐজগতপিতা নমঃ ৩৭-ॐ মৃতুঞ্জয় নমঃ ৩৮-ॐ নাগধারী নমঃ ৩৯-ॐ রামেশ্বর নমঃ ৪০-ॐ লঙ্গেশ্বরনমঃ ৪১-ॐ অমরনাথ নমঃ ৪২-ॐ কেদারনাথ নমঃ ৪৩-ॐ মঙ্গলেশ্বর নমঃ ৪৪-ॐ অর্ধনারীশ্বর নমঃ৪৫-ॐ নাগার্জুন নমঃ ৪৬-ॐ জটাধারী নমঃ ৪৭-ॐ নীলেশ্বর নমঃ ৪৮-ॐ গলসর্পমালা নমঃ ৪৯-ॐদীনানাথ নমঃ ৫০-ॐ সোমনাথ নমঃ ৫১-ॐ যোগী নমঃ ৫২-ॐ ভন্ডারী ববাবা নমঃ ৫৩-ॐ বমঃ লহরিনমঃ ৫৪-ॐ গৌরী শংকর নমঃ ৫৫-ॐ শিবাকান্ত নমঃ ৫৬-ॐ মহেশ্বরায় নমঃ ৫৭-ॐ মহেশ নমঃ৫৮-ॐ আলোকনাথ নমঃ ৫৯-ॐ আদিনাথ নমঃ ৬০-ॐ দেবদেবেশ্বর নমঃ ৬১-ॐ প্রাণনাথ নমঃ ৬২-ॐ শিবম নমঃ ৬৩-ॐ মাহাদানী নমঃ ৬৪-ॐ শিবদানী নমঃ ৬৫-ॐ সংকটহারী নমঃ ৬৬-ॐ মহেশ্বরনমঃ ৬৭-ॐ রুদ্রমালাধারী নমঃ ৬৮-ॐ জগপালনকর্তা নমঃ ৬৯-ॐ পশুপতি নমঃ ৭০-ॐ সংগমেশ্বরনমঃ ৭১-ॐ দক্ষেশ্বর নমঃ ৭২-ॐ ধ্যানেশ্বর নমঃ ৭৩-ॐ মণিমহেশ নমঃ ৭৪-ॐ অনাদি নমঃ ৭৫-ॐঅমর নমঃ ৭৬-ॐ আশুতোষ মহারাজ নমঃ ৭৭-ॐ বিলবকেশ্বর নমঃ ৭৮-ॐ অচলেশ্বর নমঃ ৭৯-ॐঅভয়ঙ্গর নমঃ ৮০-ॐ পাতালেশ্বর নমঃ ৮১-ॐ ধুধেশ্বর নমঃ ৮২-ॐ সর্পধারী নমঃ ৮৩-ॐত্রিলোকিনরেশ নমঃ ৮৪-ॐ হঠ যোগী নমঃ ৮৫-ॐ বিশ্লেশ্বর নমঃ ৮৬-ॐ নাগাধিরাজ নমঃ ৮৭-ॐসর্বেশ্বর নমঃ ৮৮-ॐ উমাকান্ত নমঃ ৮৯-ॐ বাবা চন্দ্রেশ্বর নমঃ ৯০-ॐ ত্রিকালদর্শী নমঃ ৯১-ॐত্রিলোকী স্বামী নমঃ ৯২-ॐ মহাদেব নমঃ ৯৩-ॐ গড়শংকর নমঃ ৯৪-ॐ মুক্তেশ্বর নমঃ ৯৫-ॐনটেশ্বর নমঃ ৯৬-ॐ গিরিজাপতি নমঃ ৯৭-ॐ ভদ্রেশ্বর নমঃ ৯৮-ॐ ত্রিপুনাশক নমঃ ৯৯-ॐনির্জেশ্বর নমঃ ১০০-ॐ কিরাতেশ্বর নমঃ ১০১-ॐ জাগেশ্বর নমঃ ১০২-ॐ অবধুতপতি নমঃ ১০৩-ॐভীলপতি নমঃ ১০৪-ॐ জিতনাথ নমঃ ১০৫-ॐ বৃষেশ্বর নমঃ ১০৬-ॐ ভূতেশ্বর নমঃ ১০৭-ॐ বৈজুনাথনমঃ ১০৮-ॐ নাগেশ্বর নমঃ
দেবী দুর্গার ১০৮ টি নাম
(১) সতী, (২) সাধ্বী, (৩) ভবপ্রীতা, (৪) ভবানী, (৫) ভবমোচনী, (৬) আর্য্যা, (৭) দুর্গা, (৮) জয়া, (৯)আদ্যা, (১০) ত্রিনেত্রা, (১১) শূলধারিণী, (১২) পিনাকধারিণী, (১৩) চিত্রা, (১৪) চন্দ্রঘণ্টা, (১৫) মহাতপা,(১৬) মনঃ, (১৭) বুদ্ধি, (১৮) অহঙ্কারা, (১৯) চিত্তরূপা, (২০) চিতা, (২১) চিতি, (২২) সর্বমন্ত্রময়ী, (২৩)নিত্যা, (২৪) সত্যানন্দস্বরূপিণী, (২৫) অনন্তা, (২৬) ভাবিনী, (২৭) ভাব্যা, (২৮) ভব্যা, (২৯) অভব্যা,(৩০) সদাগতি, (৩১) শাম্ভবী, (৩২) দেবমাতা, (৩৩) চিন্তা, (৩৪) রত্নপ্রিয়া, (৩৫) সর্ববিদ্যা, (৩৬)দক্ষকন্যা, (৩৭) দক্ষযজ্ঞবিনাশিনী, (৩৮) অপর্ণা, (৩৯) অনেকবর্ণা, (৪০) পাটলা, (৪১) পাটলাবতী,(৪২) পট্টাম্বরপরিধানা, (৪৩) কলমঞ্জীররঞ্জিনী, (৪৪) অমেয়বিক্রমা, (৪৫) ক্রূরা, (৪৬) সুন্দরী, (৪৭)সুরসুন্দরী, (৪৮) বনদুর্গা, (৪৯) মাতঙ্গী, (৫০) মতঙ্গমুনিপূজিতা, (৫১) ব্রাহ্মী, (৫২) মাহেশ্বরী, (৫৩)ঐন্দ্রী, (৫৪) কৌমারী, (৫৫) বৈষ্ণবী, (৫৬) চামুণ্ডা, (৫৭) বারাহী, (৫৮) লক্ষ্মী, (৫৯) পুরুষাকৃতি,(৬০) বিমলা, (৬১) উৎকর্ষিণী, (৬২) জ্ঞানা, (৬৩) ক্রিয়া, (৬৪) সত্যা, (৬৫) বুদ্ধিদা, (৬৬) বহুলা,(৬৭) বহুলপ্রেমা, (৬৮) সর্ববাহনবাহনা, (৬৯) নিশুম্ভনিশুম্ভহননী, (৭০) মহিষাসুরমর্দিনী, (৭১)মধুকৈটভহন্ত্রী, (৭২) চণ্ডমুণ্ডবিনাশিনী, (৭৩) সর্বাসুরবিনাশা, (৭৪) সর্বদানবঘাতিনী, (৭৫)সর্বশাস্ত্রময়ী, (৭৬) সত্যা, (৭৭) সর্বাস্ত্রধারিণী, (৭৮) অনেকশস্ত্রহস্তা, (৭৯) অনেকাস্ত্রধারিণী, (৮০)কুমারী, (৮১) কন্যা, (৮২) কৈশোরী, (৮৩) যুবতী, (৮৪) যতি, (৮৫) অপ্রৌঢ়া, (৮৬) প্রৌঢ়া, (৮৭)বৃদ্ধমাতা, (৮৮) বলপ্রদা, (৮৯) মহোদরী, (৯০) মুক্তকেশী, (৯১) ঘোররূপা, (৯২) মহাবলা, (৯৩)অগ্নিজ্বালা, (৯৪) রৌদ্রমুখী, (৯৫) কালরাত্রি, (৯৬) তপস্বিনী, (৯৭) নারায়ণী, (৯৮) ভদ্রকালী, (৯৯)বিষ্ণুমায়া, (১০০) জলোদরী, (১০১) শিবদূতী, (১০২) করালী, (১০৩) অনন্তা, (১০৪) পরমেশ্বরী, (১০৫)কাত্যায়নী, (১০৬) সাবিত্রী, (১০৭) প্রত্যক্ষা এবং (১০৮) ব্রহ্মবাদিনী।
শ্রী কৃষ্ণের ১০৮-টি নাম
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।১ যশোদা রাখিল নাম যাদু বাছাধন।২ উপানন্দ নাম রাখে সুন্দরগোপাল।৩ ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।৪ সুবল রাখিল নাম ঠাকুর কানাই।৫ শ্রীদাম রাখিলনাম রাখাল রাজা ভাই।৬ ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।৭ কালসোনা নাম রাখে রাধা-বিনোদিনী।৮ কুজ্বা রাখিল নাম পতিত-পাবন হরি।৯ চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।১০ অনন্তরাখিল নাম অন্ত না পাইয়া।১১ কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।১২ কন্বমুনি নাম রাখে দেবচক্রপাণী।১৩ বনমালী নাম রাখে বনের হরিণী।১৪ গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।১৫ অজামিলনাম রাখে দেব নারায়ন।১৬ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭ দ্রৌপদী রাখিল নাম দেবদীনবন্ধু।১৮
সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।১৯ ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।২০ দর্পহারী নাম রাখেঅর্জ্জুন সুধীর।২১ পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।২২ যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩ বিদুররাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।২৪ বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।২৫ ধ্রুবলোকে নাম রাখেধ্রুবের সারথি।২৬ নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।২৭ ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।২৮সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯ জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।৩০ বিশ্বামিত্র নাম রাখেসংসারের সার।৩১ অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।৩২ ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।৩৪ কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।৩৫ প্রহ্লাদ রাখিল নামনৃসিংহ-মুরারী।৩৬
বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।৩৭ বিশ্বাবসু নাম রাখে নব জলধর।৩৮ সম্বর্ত্তক নাম রাখেগোবর্দ্ধনধারী।৩৯ প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।৪০ অদিতি রাখিল নাম আরতি-সুদন।৪১গদাধর নাম রাখে যমল-অর্জুন।৪২ মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল।৪৩ দয়ানিধি নাম রাখে দরিদ্রসকল।৪৪ বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতি।৪৫ বিরজা রাখিল নাম যমুনার পতি।৪৬ বাণী পতি নামরাখে গুরু বৃহস্পতি।৪৭ লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।৪৮ সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।৪৯ পরাশর নাম রাখে ত্রিলোকের স্বাম।৫০ পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।৫১ নট-নারায়ননাম রাখিল সম্বাদি।৫২ হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩ ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।৫৪বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।৫৫ সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।৫৬ আয়ন রাখিল নামক্রোধ-নিবারণ।৫৭ চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।৫৮ জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।৫৯গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।৬০ ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১ দুর্বাসা নাম রাখেঅনাথের নাথ।৬২ রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।৬৩ সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।৬৪উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।৬৫ অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।৬৬ গুঞ্জমালী নাম রাখেনীল-পীতবাস।৬৭ সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।৬৮ অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।৬৯সুরলোকে নাম রাখে অখিলের সার।৭০ বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১ স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর।৭২ পুলোমা রাখেন নাম অনাথের সখা।৭৩ রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।৭৪ চিত্ররথ নাম রাখে অরাতি দমন।৭৫ পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।৭৬ কশ্যপ রাখেন নামরাস-রাসেশ্বর।৭৭ ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।৭৮ সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।৭৯ পুরঞ্জননাম রাখে ভক্তগণ প্রাণ।৮০ রজকিনী নাম রাখে নন্দের দুলাল।৮১ আহ্লাদিনী নাম রাখে ব্রজেরগোপাল।৮২ দেবকী রাখিল নাম নয়নের মণি।৮৩ জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।৮৪অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।৮৫ গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।৮৬ মরীচি রাখিল নামঅচিন্ত্য-অচ্যুত।৮৭ জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।৮৮ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।৮৯সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।৯০ সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।৯১ সিদ্ধার্থ রাখিল নাম কপিলতপোধন।৯২ ভাদুরি রাখিল নাম অগতির গতি।৯৩ মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।৯৪শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।৯৫ বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।৯৬ যদুগণ নাম রাখেযদুকুলপতি।৯৭ অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।৯৮ অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।৯৯সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।১০০ পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।১০১ ত্রিভঙ্গ রাখিল নামযত সহচর।১০২ বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩ মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।১০৪ঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।১০৫ কুটিলা রাখিল নাম মদনমোহন।১০৬ মঞ্জরী রাখিল নামকর্ম্মব্রহ্ম-নাশ।১০৭ ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।১০৮
প্রিয় পাঠক, আপনার নাম আপনার পরিবারের সদস্যদের রাখা, এবং প্রকৃতিতে আপনার সকলরকম অবদান রাখার জন্য মাত্র একটা নামই যথেষ্ট! আল্লাহ-শিব-দুর্গা-কৃষ্ণের নামও আপনারপরিবারের সদস্যদের মত মানুষের রাখা, কেবল ৯৯-১০৮ নামের এত লম্বা লিস্ট নিয়েও কোনোদেবতা-ঈশ্বরের কোনো অবদান ও মূল্য নেই প্রকৃতিতে!
নাম কখনোই কারও শক্তি-যোগ্যতার পরিচায়ক নয়; তা সে নাম ‘আল্লাহ’ হোক, ‘হিটলার’হোক অথবা হোক ‘আইনষ্টাইন’!
(চলবে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন