রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

আল্লাহর অস্তিত্বের অকাট্য প্রমাণ – ০৭

আল্লাহর অস্তিত্বের শত-সহস্র অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও বেতমিজ নাস্তিকেরা তাতে ঈমান আনতে চায় না। অথচ তারা নাকি যুক্তিবাদী! বর্তমান সিরিজে তাদের উদ্দেশে একের পর এক প্রমাণ হাজির করা হবে। দেখা যাক, এবার তারা কী বলে।

প্রমাণ ৩১.
মৃত্যুর পরে আল্লাহর হুকুমে মনকির-নকির কবরে আসবে জেরা করতে। এর থেকেই প্রমাণিত হয়, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৩২.
মানুষের যুক্তি সব সময়ই ত্রুটিপূর্ণ। অতএব আল্লাহর অস্তিত্বের বিপক্ষে তুমি যে যুক্তিই দেখাও না কেন, তা নিখুঁত নয়। এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৩৩.
- আল্লাহর অস্তিত্ব আছে।
(নাস্তিক প্রতিযুক্তি দেখালো)
- আল্লাহর অস্তিত্ব আছে।
(নাস্তিক প্রতিযুক্তি দেখালো)
- আল্লাহর অস্তিত্ব আছে।
(নাস্তিক প্রতিযুক্তি দেখালো)
- আল্লাহর অস্তিত্ব আছে।
(নাস্তিক হাল ছেড়ে দিয়ে ক্ষান্ত দিলো)
অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৩৪.
আমি বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব আছে। আমি গভীরভাবে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব আছে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব আছে। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৩৫.
আল্লাহ শাস্তি দেবে বলে আমি হস্তমৈথুন করা থেকে নিজেকে বিরত রাখি। অতএব স্বীকার করতেই হবে যে, আল্লাহর অস্তিত্ব আছে।

(বিদেশী রচনার ছায়া অবলম্বনে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন