লিখেছেন নীল নিমো
আজকে এক নাস্তিক আমাকে জিজ্ঞাস করিল:
- হুজুর, ইসলামপূর্ব আইয়ামে জাহেলিয়াত যুগের আরবরা বেশি সভ্য ছিল, নাকি বর্তমানের আরব মুসলমানরা বেশি সভ্য?
আমি নাস্তিককে পাল্টা প্রশ্ন করিলাম:
- আইয়ামে জাহেলিয়াত যুগে হজরত মুহাম্মাদ (সঃ) যখন সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, তখন আইয়ামে জাহেলিয়াত যুগের আরবরা নবীজির সাথে কেমন ব্যবহার করেছিল?
নাস্তিক উত্তর দিল:
- আইয়ামে জাহেলিয়াত যুগের আরবরা নবীজিকে গালাগালি করেছিল, নবীজিকে উপহাস করেছিল। নবীজিকে ব্যথা দিয়েছিল।
আমি নাস্তিককে আবারো প্রশ্ন করিলাম:
- বর্তমান ইসলামের শান্তির যুগে আপনি যদি সৌদি আবরে গিয়ে বায়তুল হারাম কিংবা সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে প্রকাশ্যে নতুন কোনো ধর্মের দাওয়াত দেন, তাহলে বর্তমানের মুসলমান আরবরা আপনার সাথে কেমন ব্যবহার করবে?
সৌদি আরবের কথা বাদ দেন। ধরেন, আপনি বাংলাদেশের ফার্মগেটে দাঁড়িয়ে নতুন কোনো ধর্ম বা নাস্তিকতার দাওয়াত দিলে, বাংলাদেশের মুসলমানরা আপনার সাথে কেমন ব্যবহার করবে?
নাস্তিক উত্তর দিল:
- বর্তমানের অসভ্য মুসলমানেরা চাপাতি দিয়া কোপাইয়া আমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে।
আমি এইবার জিজ্ঞাস করলাম:
- এইবার আপনি নিজেই বলেন, কারা বেশি সভ্য?
নাস্তিক উত্তর দিল:
- হুজুর, আমার কোপ খাওয়ার ইচ্ছা নাই। শুধু মনে একটা কষ্ট, নবীজি যদি বর্তমান সময়ে জন্ম নিতেন, তাহলে তিনি গালাগালির পরিবর্তে চাপাতির কোপ খাইতেন।
আমি উত্তর দিলাম:
- মাসাল্লাহ। নবীজি অনেক ভাগ্যবান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন