বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭

নিমো হুজুরের খুতবা - ২১

লিখেছেন নীল নিমো

আজকে ওয়াজ করছিলাম এই ভাবে:
- মুসলমানদের নৈতিকতার উৎস হল কোরান। কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কোনটা হালাল, কোনটা হারাম। কোনটা নৈতিক, আর কোনটা অনৈতিক। কোরান অনুসরণ করে মুসলমানদের আখলাক (চরিত্র) হয়েছে সর্বোৎকৃষ্ট। জাহান্নামী নাস্তিকদের চরিত্রের ঠিক নাই। এদের কোনো নৈতিকতা নাই। এদের নৈতিকতার কোনো বই নাই। এরা যা ইচ্ছা, তা করে। অবাধে যৌনাচার করে বেড়ায়, গু-মুত খেয়ে বেঁচে থাকে। মা-বোনদেরকেও বাদ দেয় না...

কথা শেষ করতে পারলাম না। এক নোয়াখাইল্লা নাস্তিক আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাস করিল:
- হুজুর, ধর্ম এবং ধর্মগ্রন্থ অনুসরণ না করলে কি একজন মানুষের চরিত্র খারাপ হয়ে যায়?

আমি উত্তর দিলাম:
- অবশ্যই, ধর্মগ্রন্থ অনুসরণ না করলে চরিত্র খারাপ হয়ে যায়। আখলাক বলে কিছুই থাকে না।

নোয়াখাইল্লা নাস্তিক বলিল:
- হুজুর, নবুয়াত পাবার আগে ৪০ বছর পর্যন্ত নবী করিম (সঃ) এর কোনো ধর্ম এবং ধর্মগ্রন্থ ছিল না। নবীজির নৈতিকতার কোনো উৎস ছিল না। তখন নবীজি কি অবাধে যৌনাচার করে বেড়াতেন? তিনি কি গু-মুত খেয়ে বেঁচে ছিলেন? মা বোনদেরকেও..."

আজ সারা দিন রোজা রাখছিলাম আমি। নাস্তিকের কথা শুনে আমার মাথাটা ঘুরে উঠল। মুরিদরা আমাকে ধরাধরি করে নিয়ে গিয়ে, আমার মাথায় বদনা থেকে ঠাণ্ডা পানি ঢালল। 

আমার জন্য দোয়া করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন