শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭

হুজুর হবার উপকারিতাসমূহ

লিখেছেন বুদ্ধ মোহাম্মদ যীশু কৃষ্ণ

১. কোনো অপরাধ করলেও হুজুর হবার কারণে পার পেয়ে যাওয়া যাবে।

২. কোনো কাম-কাজ না করেও বসে বসে সাধারণ মানুষের অন্নধ্বংস করা যাবে ।

৩. এলাকার সব থেকে বড় প্রভাবশালী ব্যক্তিও আপনাকে সম্মান করে চলবে।

৪. এদেশের বড় বড় রাজাকারদের সাপোর্ট করলেও কেউ আপনাকে কিছু বলবে না।

৫. আপনি যতই আজগুবি গল্প বলেন না কেন, সবাই সেইটাই বিশ্বাস করবে।

৬. রকস্টারদের চেয়েও বেশি চাহিদা থাকবে আপনার। বছরে ৭০- ৮০ টা লাইভ কনসার্ট থুক্কু ওয়াজ করতে পারবেন, সাথে অ্যারাবিয়ান ইশটাইলে ভুঁড়িভোজ ও মোটা অংকের হাদিয়াও পাবেন।

৭. আপনার অপছন্দের কোনো মানুষকে কাফের-নাস্তিক-মুরতাদ-মুনাফেক ঘোষণা করে সমাজের সবার কাছে তাকে ঘৃণীত করে তুলতে পারবেন।

৮. কষ্টহীনভাবে অনেক চ্যালা পাবেন, যাদের আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন।

৯. এলাকায় খয়রাতির বেশে থাকলেও গ্রামের বাড়ি ৩-৪ তলা করতে পারবেন।

১০. মসজিদ উন্নয়নের অর্ধেক অর্থ আপনার পকেটে ভরতে পারবেন।

১১. আর সব চেয়ে বড় যে সুবিধাটি পাবেন, সেটা হল - চারটা বিয়ে করলেও কেউ আপনাকে নিয়ে কিছু বলবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন