শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

আল্লাহর অস্তিত্বের অকাট্য প্রমাণ – ১০

আল্লাহর অস্তিত্বের শত-সহস্র অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও বেতমিজ নাস্তিকেরা তাতে ঈমান আনতে চায় না। অথচ তারা নাকি যুক্তিবাদী! বর্তমান সিরিজে তাদের উদ্দেশে একের পর এক প্রমাণ হাজির করা হবে। দেখা যাক, এবার তারা কী বলে।

প্রমাণ ৪৬.
আপনি কখনও প্রেমে পড়েছেন? আল্লাহ না থাকলে প্রেম কোত্থেকে আসে? এর থেকেই প্রমাণিত হয়, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৪৭.
আল্লাহর অস্তিত্বের অজস্র প্রমাণ আমার আছে। সেসবের মধ্যে অন্তত একটি নিশ্চয়ই সত্য। অতএব আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৪৮.
এই যে একটা ওয়েবসাইটের লিংক। এখানে প্রমাণ করা হয়েছে আল্লাহর অস্তিত্ব। সুতরাং আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৪৯.
ইছলাম টিকে আছে দেড় হাজার বছর ধরে। আল্লাহ না থাকলে এটা সম্ভব হতো? অতএব স্বীকার করতেই হবে যে, আল্লাহর অস্তিত্ব আছে।

প্রমাণ ৫০.
আমি মনে-প্রাণে চাই আল্লাহর অস্তিত্ব থাকুক। আর আপনি জানেন, কোনওকিছু মনে-প্রাণে চাইলে সেটা সত্যি হয়ে ওঠে। এর থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আল্লাহর অস্তিত্ব আছে।

(বিদেশী রচনার ছায়া অবলম্বনে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন