সোমবার, ১৩ মার্চ, ২০১৭

ধর্মাতুল কৌতুকিম – ৯৫

৩২০.
দুই ব্যক্তির কথোপকথন।
- আচ্ছা, মুছলিমারা হিজাব পরে কেন?
- কী জানি!... আচ্ছা, এমন কি হতে পারে যে, তারা মনে করে, যৌনাঙ্গের কেশ প্রদর্শন করা শালীন নয়?

৩২১.
এক বিবাহিত ব্যক্তি চার্চের কনফেশন বক্সে গিয়ে বললো:
- ফাদার, এক মেয়ের সঙ্গে আমার প্রায় সম্পর্ক হয়েছে।
পাদ্রী জানতে চাইলো:
- "প্রায়" মানে?
- মানে, আমরা কাপড়চোপড় ছেড়ে নগ্ন হয়ে ঘষাঘষি করেছি, কিন্তু তারপরে আমি থেমে যাই।
শুনে পাদ্রী জানালো:
- ঘষাঘষি করা ও মেয়ের শরীরে প্রবেশ করার ভেতরে কোনও পার্থক্য নেই। এখন পাঁচবার Hail Mary পড়বেন, তারপর ওই দানবাক্সে দেবেন ৫০ ডলার।

কনফেশন বক্স থেকে বের হয়ে লোকটি পাঁচবার Hail Mary পড়ার পর এগিয়ে গেল দানবাক্সের দিকে। সেখানে একটু থেমে সে চার্চ থেকে বেরিয়ে যেতে উদ্যত হলে পাদ্রী তাকে ডেকে বললো:
- আমি দেখেছি, আপনি দানবাক্সে টাকা দেননি।
লোকটি উত্তর দিলো:
- তা দিইনি বটে, তবে টাকাটা নিয়ে বাক্সের সঙ্গে ঘষাঘষি করেছি। আর আপনিই তো বললেন, ঘষাঘষি করা আর ঢোকানোর ভেতরে তফাত নেই।

৩২২.
- আধ্যাত্মিক ব্যক্তি কাকে বলে?
- যে ব্যক্তির ইচ্ছে আছে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য সম্পর্কে জানার, কিন্তু পদার্থবিদ্যা ও সার্বিকভাবে বিজ্ঞান অধ্যয়ন করার ইচ্ছে বা সামর্থ্য নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন