বুধবার, ২২ মার্চ, ২০১৭

সহি ইছলাম প্রসারণ প্রকল্প

লিখেছেন বেনামী সংস্কারক

সুবানাল্যা, মাশাল্যা... ইছলামই একমাত্র সত্য ধর্ম, শান্তির ধর্ম, আর সেই জন্যই ইছলামের সায়াতলে নাসতেক কাফেররা দিনের পর দিন আশ্রয় গ্রহণ করছে। একদিন পুরো বিশ্ব এভাবেই ইছলামবাজ দিয়ে ভরে যাবে।

এখন দেখা যাক, ইছলাম ধর্মের অনুসারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি যেভাবে:

ধাপ ১:
জোর করে অন্যদের মুসলম্যান বানানো।

যেমন, জেলখানার কলিগ থুক্কু কয়েদিকে জোর করে মুছলিম-হবি-নয়তো-গর্দান-যাবে বলিয়া হুমকি। এছাড়া নেটে হাজার হাজার খবর পাবেন বিশ্বস্ত সূত্রসহ, যেখানে দেখবেন, লোভ দেখিয়ে বা জোর করে ধর্মান্তরিত করা হয়

ধাপ ২:
এর পরে জনসংখ্যা ডেসটিনির হাতের চাইতেও দ্রুতগতিতে বৃদ্ধিকরণ।

যেমন, এবার ইউরোপে প্রভাব বিস্তারের লক্ষে পাঁচটি করে বাচ্চা নিতে বলল এর-দো-আন। জানেন তো, মুছলিমদের সংখ্যাবৃদ্ধির জন্য পালে-পালে বাচ্চা বিয়ানোর জন্য উৎসাহ দেয়া হয় ইছলামে। আর তাছাড়া, ইছলামে জন্মনিয়ন্ত্রণ হারাম তো বটেই।

ধাপ ৩:
সারা পৃথিবীতে শান্তির নজির ছড়িয়ে দিতে গিয়ে শহিদ নতুবা শ্রীঘর (রেফারেন্স চাহিয়া লজ্জা দিবেন না)


বারবার ধাপ ১-৩ এর অনুসরণ।

নিশ্চয়ই মুছলম্যানরা সংখ্যাবৃদ্ধি নিয়ে গর্ব করার অধিকার রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন