রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭

ইস্টার: পোস্টার-কার্টুন-ছবি

বাইবেল নামের ফিকশনে উল্লেখিত কাল্পনিক চরিত্র যিশু ক্রুশবিদ্ধ হবার তিনদিন পর নাকি আবার জীবিত হয়ে ওঠে। তার সর্বক্ষমতাময় বাপ কেন যে তাকে মরতে দিয়েছিল, আবার পরে বাঁচিয়েই বা তুলেছিল কেন, কে জানে! খ্রিষ্টধর্ম মতে, সে মরেছিল তার অনুসারীদের পাপের ভার নিয়ে। তার অনুসারীদের সঙ্গে এই ছিলো তার চুক্তি। কিন্তু তা-ই যদি হবে, তাহলে আবার জীবন্ত হয়ে উঠে সে কি চুক্তি লংঘন করলো না?

সর্বমোট ন'খানা পোস্টার-কার্টুন-ছবি।







এই দিন এক খ্রিষ্টান আরেক খ্রিষ্টানরে কয়, He is risen, উত্তরে অন্যজন কয়, He is risen, indeed.



যিশুরে ক্রুশবিদ্ধ কইরা মারা হইসিল, সেইটা মাথায় রাইখা কোন এক পুংটা বানাইসে Bloody Jesus cannibalism cookie






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন