বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭

পিছলামি

লিখেছেন সাঈদুর রহমান

আচ্ছা, ধার্মিকরা সব সময় পিছলায় কেন?

বলবেন, "নবী ছিল লুইচ্চা, ডাকাত, পেডোফাইল..."
বলবে, "না, নবী ইসলাম প্রচারের জন্য সব করেছে।"

বলবেন, "জাকির নায়েক ভণ্ড, অল্পশিক্ষিত, ভুল বলে, টাকা দিয়া বাড়ি গাড়ি করছে..."
বলবে, "না, যা করেছে, ইসলাম প্রচারের জন্য করছে।"

বলবেন, "কুরানে বিজ্ঞান তো দূরের কথা, বিজ্ঞানের ব-ও নেই।"
বলবে, "না, কুরান সকল জ্ঞান-বিজ্ঞানের উৎস।"

বলবেন, "নবী সম্বন্ধে পড়েছেন? তার হাদিসের বইগুলো কোনোদিন উল্টেপাল্টে দেখেছেন?
বলবে, "না, হাদিস মানুষে লিখেছে। ভুল থাকতে পারে।"

বলবেন, "কুরান কোনোদিন নিজ ভাষায় পড়েছেন?"
বলবে, "না, কুরান পড়া হয় নি। বর্তমান কুরানের অনুবাদ ভুল আছে।"

বলবেন, "জাকির যা বলে, যাচাই-বাছাই করে দেখেছেন?"
বলবে, "না, তবে জাকির যা বলে, সব সঠিক।"

বলবেন, "কুরানে যে বিজ্ঞান আছে, সেটা কী করে জানলেন? আপনি কি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন?"
বলবে, "না, বিজ্ঞানে বিশ্বাস নেই, সবসময় পাল্টায়। তবে কুরানে বিজ্ঞান আছে, সেটা সত্য।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন