নবী-হানির মধুময় রাতে আরও কিছু পাঠ্য:
১. উম হানি ও মুহাম্মদ: ইসলামের মহানবীর প্রথম ভালবাসা - আস্ত এক ইবুক। নবীর এই প্রেমকাহিনী নিয়ে যাদের কৌতূহল আছে, তাদের জন্য ইছলামের ইতিহাসের বিস্তর দলিল-দস্তাবেজ ঘেঁটে আবুল কাশেম লিখেছেন অসাধারণ এক রচনা।
২. লাইলাতুল মেরাজ – বিজ্ঞান, নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ গাঁজাখুরি গল্প?: মেরাজ নামের গুলবাজির চমৎকার ব্যাখ্যা করেছেন হযরত ঠাকুর।
৩. সচিত্র শবে মেরাজ: নবীর আল্লার সাথে সাক্ষাৎ এবং জাহান্নাম পরিদর্শন নিয়ে মুসলমান চিত্রশিল্পীদের আঁকা কিছু ছবিসহ একটি দারুণ বিশ্লেষণী রচনা লিখেছেন দাঁড়িপাল্লা। লেখাটিতে এভাবে অনুসিদ্ধান্ত টানা হয়েছে: "মেরাজের কাহিনী যে সম্পূর্ণ ভূয়া, সেটা বুঝতে আর অসুবিধা থাকার কথা নয়, যদি না আপনি আজীবন বকরি হয়ে থাকেন।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন