মঙ্গলবার, ৯ মে, ২০১৭

ধর্মাতুল কৌতুকিম – ৯৮

৩৩৩.
- চৌদিরা নাকি স্কুবা ডাইভিং দল গঠন করেছে?
- হ্যাঁ, তারা খুঁজে বের করবে - সূর্য কোন জলাশয়ে অস্ত যায় এবং রাত কাটায় (সুরা ১৮:৮৬)।

৩৩৪.
- ইছলাম কি মুছলিমদেরকে সন্ত্রাসবাদী কাজকর্মে উদ্বুদ্ধ করে?
- না, নির্দেশ দেয়।

৩৩৫.
- গাভী হিন্দুদের মাতা হলে তাদের পিতা কে?
- গোয়ালা, যে গাভীর স্তন ধরে।

৩৩৬.
শশায় শতকরা ৯৫ ভাগ পানি। এবং যিশু পানির ওপর দিয়ে হেঁটেছিল।
আপনি শশার ওপর দিয়ে হাঁটতে পারে। অতএব আপনি শতকরা ৯৫ ভাগ যিশু।

৩৩৭.
- মুছলিমরা নাকি বিবর্তনকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করেছে?
- হ্যাঁ, তবে তারা কেন জানি সেই প্রমাণ দাখিল করে নোবেল পুরস্কার জিতে নিতে উৎসাহী নয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন