আজ বুদ্ধ পূর্ণিমা। এই তিথিতে বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন।
সিদ্ধির একটি অর্থ কিন্তু গাঁজা। খিয়াল কৈরা!
বুদ্ধের বর্ণিত শ্রুতিসুখকর ও
আপাত আনন্দানুভূতিদায়ী কিন্তু ভুয়া, ভিত্তিহীন ও ভকিচকি মার্কা
বাস্তবতাসংশ্লেষহীন কিছু বাণীর অন্ধ মোহে আচ্ছন্ন হয়ে আছেন অনেকেই। অতএব
একটাই চাওয়া:
জগতের সকল প্রাণী বিভ্রমমুক্ত হোক।
অবস্থাদৃষ্টে মনে হয়, ইছলাম ধর্মের মতো বৌদ্ধধর্মেরও চন্দ্রবাতিকগ্রস্ততা
আছে। বুদ্ধের জন্ম এই পূর্ণিমাতে, তারপর অন্য এক পূর্ণিমার রাতে
স্ত্রী-পরিবারকে গোপনে ত্যাগ করে ঘর ছেড়ে পালিয়েছিলেন তিনি (যদিও
প্রবলভাবে ঘৃণার্হ ও কাপুরুষোচিত এই ঘটনার ভেতরেও মাহাত্ম্য ও মহিমা খুঁজে
পায় বুদ্ধপ্রেমীরা - আবালের দল!), অতঃপর আবার এই পূর্ণিমাতেই তিনি
সিদ্ধিলাভ করেন এবং তাঁর মুত্যুও এই পূর্ণিমাতেই। কী তাজ্জিব কাণ্ড! পুরাই
অলৌকিক সব ব্যাপারস্যাপার!
অনিবার্যভাবে আবারও মনে পড়ে যায়: সিদ্ধির একটি অর্থ গাঁজা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন