লিখেছেন নীল নিমো
আল্লাহু আকবর!
একজন নাস্তিক সাংবাদিককে আমি মুসলমান বানিয়ে ফেললাম।
নাস্তিক ভাইটি একটি পত্রিকার সাংবাদিক। নাস্তিক থাকাকালে তার নিউজ হেডলাইনগুলো সাধারণত নিম্নরূপ হত:
১."সিটি মেয়রের চরম অবহেলা, দুর্নীতি ও অব্যবস্থানার কারণে বন্যার সময় ঢাকাবাসির ভোগান্তি চরমে। দূষিত ময়লা পানিতে সাঁতার কেটে অফিসে যাচ্ছে ঢাকাবাসী।"
২. "আবারো ইসলামী সন্ত্রাসীরা হামলা করল ইরাকে। ২০০ জন নিরীহ মানুষের করুণ মৃত্যু।"
৩. "মানব সৃষ্ট CO2 ইমিশনের কারনে পৃথিবীর তাপমাত্রা বেড়েই যাচ্ছে। হাজার হাজার পশুপাখি মারা যাচ্ছে।"
আমি অনেক খেটেখুটে নাস্তিক সাংবাদিকটাকে লাইনে এনেছি। আলহামদুল্লিল্লাহ,
বর্তমানে সে আল্লাহর উপর ঈমান এনেছে। বর্তমানে সে বিশ্বাস করে যে, এই
দুনিয়ার মালিক আল্লাহ। তার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, একটা
মাছিও আকাশে উড়তে পারে না। এই দুনিয়ার প্রতিটি প্রাণীর হায়াত, ধন দৌলত ও
রিজেকের মালিক আল্লাহ। জীবন দেওয়া-নেওয়া এবং গজব নাজিল করার মালিক আল্লাহ।
মানুষ নয়, বরং আল্লাহই মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে, সুখ-শান্তি কিংবা
অসুবিধা সৃষ্টি করে। তাই আমাদের উচিত আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি
রাখা।
একজন সাচ্চা মুসলমান হবার পর সাংবাদিক ভাইয়ের নিউজ হেডলাইনগুলো বর্তমানে নিম্নরূপ হয়ে গেছে:
১."মহান আল্লাহপাকের চরম অবহেলা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বন্যার সময় ঢাকাবাসীর ভোগান্তি চরমে। দূষিত ময়লা পানিতে সাতার কেটে অফিসে যাচ্ছে ঢাকাবাসী।"
২. "আবারো আল্লাহপাকের আদেশে সন্ত্রাসীরা হামলা করল ইরাকে। ২০০ জন নিরীহ মানুষের করুণ মৃত্যু।"
৩. "মহান আল্লাহপাকের আদেশে সৃষ্ট CO2 ইমিশনের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়েই যাচ্ছে। হাজার হাজার পশুপাখি মারা যাচ্ছে।"
নওমুসলিম সাংবাদিক ভাইটি আপনাদের সবার দোয়াপ্রার্থী। দ্বীন এবং ইসলামের রাস্তায় আল্লাহপাক তাকে কবুল করুক, আমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন