শুক্রবার, ২ জুন, ২০১৭

তার মৃত্যু সংবাদ আমাকে স্বজন হারানোর ব্যথা দিয়েছে…।

সুষুপ্ত পাঠক


১৯ মে, ২০১৭।
অকালে চলে গেলেন ধর্মকারী ব্লগের প্রতিষ্ঠাতা মাহমুদুন নবী।

তার বহুমুখী পরিচয় থাকলেও আমরা তাকে ধর্মকারীর মাহমুদুন নবী হিসেবেই চিনবো। তিনি চাইতেনও সেটা। আপনি হয়ত তার অনুবাদ করা কোন ফিকশন পড়েছেন। কিংবা খবরের কাগজে পড়েছেন তার লেখা। কিন্তু তার সব পরিচয় ছাপিয়ে তিনি ‘একজন ধর্ম প্রচারক’!

মানুষের তো মৃত্যু হবেই। কিন্তু তার সৃষ্টির কোন মৃত্যু নেই। ধর্মকারীর কোন মৃত্যু নেই। ধর্মবাদীদের তাই উল্লসিত হবার কোন কারণ নেই। আরো হাজার কোটি ‘ধর্মপঁচানী’ নিয়ে ধর্মকারী টিকে থাকবে প্রজন্মকে হাতছানি দিতে…।

প্রতি বছর ১৯ মে হতে পারে ‘ধর্মকারী দিবস’। ব্লগ, ফেইসবুক, টুইটারে ধর্মের স্যাটায়ার, ব্যঙ্গ, তামাশা, হাস্যরস প্রচার হতে পারে ধর্মকারী দিবসের প্রতিপ্রাদ্য। মাহমুদুন নবীর স্মৃতির প্রতি এরচেয়ে যথাযথ সন্মান আর হতে পারে না…।

নিনম্র শ্রদ্ধা হে অগ্নিপুত্র…।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন