হঠাৎ
করে সারাদিন উপবাসে একদম কোনো ফায়দা নেই। রোজা মাসের শুরুতে এবং শেষ হওয়ার পর
কিছুদিন খাদ্য গ্রহণের সময় হঠাৎ করে বদলে ফেললে শারীরিক নানা সমস্যা দেখা দেয়।
ভোরে ও সন্ধ্যায় ভুরিভোজের ফলে উপবাস থেকে সামান্যও উপকার হয়না। এছাড়া উপবাস থাকার
সময় আপনি যখন পানি পান করবেন না দীর্ঘ সময়,
এহেন নির্বুদ্ধতা আপনার কিডনিসহ পুরো মূত্রতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আর যদি কারো
রক্তের প্রয়োজন হয় রোজা মাসে তাহলে পাওয়া
বেশ দুষ্কর, শারীরিক দুর্বলতা হেতু কেউ রক্ত দিতে চায় না।
বছরে
এক মাস মানে জীবনের বারো ভাগের এক ভাগ সময় অকর্মা হয়ে থেকে মুমিনরা কিভাবে যে এগিয়ে
যাবে তা ভাবা কঠিন। অবশ্য তারা বরং পিছিয়ে যাওতেই স্বচ্ছন্দ বোধ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন