(ছন্দ মিলিয়ে সুর করে পড়তে হবে)
ছাগলের পিঠে চড়ে জান্নাতে যেতে চাও?
সারাদিন উপবাস, দিনভর হাওয়া খাও।
মৌ-লোভি বলে ভাই যদি করো সন্দ
দরজায়ে জান্নাত চিরকাল বন্ধ!
হাত দিয়ে লুঙ্গিতে করি বসে কসরত
টুটে যাবে রোজাখানি যদি চাই সহবত।
জিহ্বায় তালাচাবি
অন্দরে আছে বিবি
সংযমে নাই ফাঁকি
শয়তান বেঁধে রাখি,
জান্নাতে যেতে চাই।
সুশীতল পানি আছে
গামলাতে মদ আছে
নদী ভরা দুধ আছে
যত চাও মধু আছে
খেজুরের গাছ আছে
বাহাত্তর হুরি আছে,
সবকিছু পেতে চাই।
রমজান মাসে করে ইমানের যত্ন
গর্দভ গাজরের দেখে দিবাস্বপ্ন।
ছাগলের পিঠে চড়ে জান্নাতে যেতে চাও?
সারাদিন উপবাস, দিনভর হাওয়া খাও।
মৌ-লোভি বলে ভাই যদি করো সন্দ
দরজায়ে জান্নাত চিরকাল বন্ধ!
হাত দিয়ে লুঙ্গিতে করি বসে কসরত
টুটে যাবে রোজাখানি যদি চাই সহবত।
জিহ্বায় তালাচাবি
অন্দরে আছে বিবি
সংযমে নাই ফাঁকি
শয়তান বেঁধে রাখি,
জান্নাতে যেতে চাই।
সুশীতল পানি আছে
গামলাতে মদ আছে
নদী ভরা দুধ আছে
যত চাও মধু আছে
খেজুরের গাছ আছে
বাহাত্তর হুরি আছে,
সবকিছু পেতে চাই।
রমজান মাসে করে ইমানের যত্ন
গর্দভ গাজরের দেখে দিবাস্বপ্ন।
তুমুলললললল। কী লিখছছ রে মমিন??
উত্তরমুছুন