লিখেছেন: দ্বীনমজুর
একটু দেরী করে ফেলেছি বোধহয়? শুধু এই লেখাটাই নয় ধর্মকারীর/ধর্মপচারকের সাথে পরিচয় লাভ করার। তারিখ বার মনে নাই সালটা ২০১১-১২ দিকে। যখন থেকে এই ব্লগের সাথে পরিচয় তখন থেকেই আমার ভিতরের হাজারো জমানো প্রশ্নের যত সংশয়ের সঠিক দিশা পেতে লাগলাম। আজকের লেখাটা শুধু ধর্মপচারক ভাইকে নিয়ে লেখা। যাবতীয় বিশেষণ যদি উনার নামের(ছদ্মনাম মাহমুদুন নবী) সাথে দেই তবুও কম হয়ে যাবে বহুগুণ সম্পন্ন এই ব্যক্তি যে বিরল তা বলার অপেক্ষা রাখে না, ব্যক্তিগত আলাপ আলোচনা বাদে নানান বিশয়ে কথা বলতেন, উপদেশ দিতেন শুধরে দিতেন, উনি ছিলেন সব ধর্মের একজন অঘোষিত নবী বা আমাদের বীর সেনাপতি। যার দিক নির্দেশনায় চলত অবিরত কলমের জিহাদ সেই মহীশুরের অকাল প্রয়ানের সংবাদ যেমন আমাকে করেছে বাকরুদ্ধ, মনে হয়েছে যেন আমি আমার স্বজনকে হারালাম।...... ধন্যবাদ হে মানুষ গড়ার কারিগর তোমার সৃস্টি রবে চির অম্লান।
শোক হোক শক্তি। - TruthToSaveGeneration
উত্তরমুছুন