প্রথমেই বলে রাখি আমি প্রায় পাঁচ বছর ধরে এই ব্লগের প্রতিটি লেখা পড়ছি। আপনি (নাস্তিকরা) যুক্তি দিয়ে বলুন বিষয়টি। কারণ শিবলিঙ্গ মানে শিবের প্রতীক (লিঙ্গ মানে সংস্কৃত ভাষায় প্রতীক)। আপনাদের উদ্দেশ্যটা কি? যুক্তি দিয়ে ধর্মের কদর্য রূপটা দেখানো, নাকি যৌক্তিক-অযৌক্তিক যে কোনো ভাবেই ধর্মের বিরোধিতা করা? অথচ নাস্তিকতার অনিবার্য শর্তই হল যুক্তির ধার দিয়ে ধর্মের বিশ্বাসকে অপ্রাসঙ্গিক প্রমাণ করা। আপনার এই পোষ্টের মাধ্যমেই প্রমাণ হল যে, ধার্মিকদের মধ্যে যেমন কিছু ধার্মিকাবাল আছে, তেমনি নাস্তিকদের মধ্যেও আপনার মতো কিছু নাস্তিকাবালও বিদ্যমান।
সেই একই প্যাঁচাল। মানে আপনাদের কোনও কিছু বিরোধিতা করলেই সে মডারেট হয়ে যায়। আমি যে প্রশ্নটা রেখেছি সেটার যৌক্তিক উত্তর দিন। তা না করে মডারেট তকমা দিয়ে ধর্মীয় মৌলবাদের ন্যায় নাস্তিকীয় মৌলবাদের রূপটা দেখিয়ে দিলেন। এটা আশা করিনি।
প্রথমেই বলে রাখি আমি প্রায় পাঁচ বছর ধরে এই ব্লগের প্রতিটি লেখা পড়ছি।
উত্তরমুছুনআপনি (নাস্তিকরা) যুক্তি দিয়ে বলুন বিষয়টি।
কারণ শিবলিঙ্গ মানে শিবের প্রতীক (লিঙ্গ মানে সংস্কৃত ভাষায় প্রতীক)।
আপনাদের উদ্দেশ্যটা কি?
যুক্তি দিয়ে ধর্মের কদর্য রূপটা দেখানো, নাকি যৌক্তিক-অযৌক্তিক যে কোনো ভাবেই ধর্মের বিরোধিতা করা?
অথচ নাস্তিকতার অনিবার্য শর্তই হল যুক্তির ধার দিয়ে ধর্মের বিশ্বাসকে অপ্রাসঙ্গিক প্রমাণ করা।
আপনার এই পোষ্টের মাধ্যমেই প্রমাণ হল যে, ধার্মিকদের মধ্যে যেমন কিছু ধার্মিকাবাল আছে, তেমনি নাস্তিকদের মধ্যেও আপনার মতো কিছু নাস্তিকাবালও বিদ্যমান।
অাপনার মতামত প্রমান করে, অাপনি ৫ বছর ধর্মকারী পরেও এর চরিত্র বুঝে উঠতে পারেননি!…
মুছুনঅামরা অাপনার মডারেট চিন্তাভাবনা নিয়ে হাসাহাসি করতে পারি শুধু! দয়া করে ধর্মকারীর সর্বডানের “খানাতল্লাশি”-এর নিচের দুটো অংশ পড়লে উত্তর পেয়ে যাবেন!
সেই একই প্যাঁচাল।
মুছুনমানে আপনাদের কোনও কিছু বিরোধিতা করলেই সে মডারেট হয়ে যায়।
আমি যে প্রশ্নটা রেখেছি সেটার যৌক্তিক উত্তর দিন।
তা না করে মডারেট তকমা দিয়ে ধর্মীয় মৌলবাদের ন্যায় নাস্তিকীয় মৌলবাদের রূপটা দেখিয়ে দিলেন।
এটা আশা করিনি।
সরি টু সে..!
মুছুননাস্তিকবাল শব্দটা অাপনি অাগে ব্যবহার করছেন দেখতে পাচ্ছি!
অার অামাদের সহজবোধ্য নীতিমালা অাপনার কমেন্ট না অাটকিয়ে রাখাতে প্রমানিত হচ্ছে বারবারই!
অাপনি সেটা না বুঝলে কী করতে পারি বলেন!
হিন্দু নাস্তিকের প্রতি,
মুছুনশিবলিঙ্গ যে জননাঙ্গ, তা স্কন্দ পুরাণ,পদ্মপুরাণ,ভাগবত প্রভৃতি পুরাণে স্পষ্ট লেখা আছে। আপনি সেটা না জানলে তো কিছু করার নাই ভাইটি। - বিনীত নাস্তিকবাল
@Admin, প্লিজ খেয়াল রাখুন, ইহা যেন হালকা চটি সাইট হয়ে না পড়ে।
উত্তরমুছুনধর্মকারীর জন্য শুভকামনা।
-TruthToSaveGeneration.
ধন্যবাদ মতামতের জন্য!
মুছুনতবে অামরা পচারকের তৈরি নীতিমালার বাইরে কিছু না করার চেষ্টা করছি…!
ওহে বিজ্ঞগণ শিবলিঙ্গ আসলে কি এখান থেকে দেখুন-
উত্তরমুছুনhttps://www.nastikya.com/archives/9821