আপনারা
কি জানেন ১৯৭৯ সালে এক লোক নিজেকে ইমাম মাহদি ঘোষণা দিয়ে তার অনুসারীদের নিয়ে দুই
সপ্তাহ কাবা দখল করে রেখেছিল?
জুহায়মান
নামক এক লোক ১৯৭৯ সালে হঠাৎ করে কাবা দখল করে ফেলে তার সশস্ত্র অনুসারীদের নিয়ে। তারপরের
ঘটনা নিম্নরূপ -
যদিও
ঐতিহাসিক কারণে কাবা এলাকায় রক্তারক্তি নিষিদ্ধ তারপরও এক ব্যাপক রক্তপাতের ঘটনা
ঘটায় সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী। যে নাসারাদের দিনরাত অভিসম্পাত করা হয় সেই
নাসারারা, ফ্রান্সের পাঠানো সৈন্যদলও এ কাবা উদ্ধার অভিযানে সৌদিদের সাথে যোগ দেয়,
আরো যোগ দেয় পাকিস্তানিরা। (নিম্নোক্ত ভিডিওতে দাবি করা হচ্ছে ফরাসি সৈন্যরা ইসলাম
গ্রহণ করেছিল, এ দাবি সত্য নয়)।
প্রায়
দুই সপ্তাহ পরে কাবা উদ্ধার করা হয়। এতে উভয় পক্ষে অন্তত ২৫০ জন্য মৃত্যুবরণ করে ও
অন্তত ৪৫০ জন আহত হয়।
এই
কাবা দখলের ঘটনা প্রমাণ করে আল্যাপাক পুরাই অথর্ব। কাবা আক্রান্ত হলেও তিনি
সাহায্য পাঠান না যদিও মুহাম্মদের জন্মের আগে যখন ৩৬০ টি মূর্তি কাবার ভেতর ছিল
তখন তিনি নাকি আবাবিল পাঠিয়ে কাবা রক্ষা করেছিলেন। এসব রসালো কাহিনী জানিয়ে কোরানের পুরো একটা সুরা নাজিল করে ফেলেন(সুরা ফিল)। হাহ হাহ হা!
দেখেন বাংলা ভাষায় করা এই ভিডিও
এবার দেখেন ১৯৪১ সালের বন্যায় কাবা কিভাবে ভেসে যায়
কাবা নিয়ে এই পোস্ট পড়তে পারেন।
ঘটনাগুলো বিস্তারিত ঘেঁটে দেখতে পারেন ইন্টারনেটে। উইকিপিডিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন